সরকারি চাকরির পরীক্ষার অংক প্রস্তুতি মকটেস্ট
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Math Mock Test In Bengali Part-4১; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও। আজকের মক টেস্টের উত্তরগুলি নিচে দেওয়া আছে।
অংক মকটেস্ট পর্ব-৪১
১. 5,8,15 এর চতুর্থ সমানুপাতটি কত?
A. 18
B. 20
C. 21
D. 24
২. শিমাও মিনার মধ্যে 25000 টাকা 3:2 অনুপাতে বন্টন করা হলো। যদি প্রত্যেকের অংশের সঙ্গে আরও 5000 টাকা যোগ করা যায়, তাহলে তাদের অংশের নতুন অনুপাত কি হবে?
A. 2:3
B. 3:4
C. 5:4
D. 4:3
৩. রাহুল, অরুণ এবং সুমিত একটি ব্যবসা শুরু করল। রাহুল ½ভাগ, অরুণ ⅓ ভাগ এবং বাকি মূলধন সুমিত বিনিয়োগ করে। তাদের লাভের অনুপাত কত হবে?
A. 2:3:1
B. 3:2:1
C. 2:3:6
D. 3:2:5
৪. রাম এবং শ্যাম যথাক্রমে 20000 টাকা এবং 15000 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসা শুরু করল। ছয় মাস পর রমেশ 20000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। তাদের ব্যবসা শুরুর থেকে দুবছর পর 25000 টাকা মোট লাভ হলে শ্যাম এর ভাগ কত হবে?
A. 7500
B. 9000
C. 9500
D. 10000
৫. যদি 7 জন পরিচারিকা 7 টি ঝাড়ু দিয়ে 7 ঘন্টায় 7 মেঝে পরিষ্কার করতে পারে তাহলে কত ঘন্টায় 3 জন পরিচারিকা 3 টি ঝাড়ু দিয়ে 3 টি মেঝে পরিষ্কার করবে?
A. 7/3
B. 3
C. 49/3
D. 7
৬. একটি পাম্প দ্বারা একটি জলের ট্যাঙ্ক 2 ঘণ্টায় ভর্তি করা যায়। তবে একটি ছিদ্র থাকার ফলে সেটি 2⅓ ঘন্টায় ভর্তি হয়। সম্পূর্ণ জল খালি করতে ছিদ্রটির কত সময় লাগবে?
A. 4⅓ ঘণ্টা
B. 7 ঘণ্টা
C. 8 ঘণ্টা
D. 14 ঘণ্টা
৭. রাম এবং শ্যাম একসঙ্গে 30 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা একসাথে কুড়ি দিন কাজ করার পর শ্যাম চলে যায়। আরও 20 দিন পর, রাম বাকি কাজটি শেষ করে। রাম একা কাজটি কতদিনে শেষ করতে পারবে?
A. 40
B. 50
C. 54
D. 60
৮. এক ব্যক্তি 50 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব 6 কিমি/ঘণ্টা গতিবেগে অতিক্রম করে। যদি সে 10 কিমি/ঘণ্টা গতিবেগে হাটে, তাহলে একই দূরত্ত্ব কত সময়ে অতিক্রম করবে?
A. 10 মিনিট
B. 20 মিনিট
C. 30 মিনিট
D. 40 মিনিট
৯. এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের অনুকূলে 18 কিমি/ঘন্টা বেগে যেতে পারে। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত?
A. 14 কিমি/ঘন্টা
B. 4 কিমি/ঘন্টা
C. 12 কিমি/ঘন্টা
D. 10 কিমি/ঘন্টা
১০. যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 6% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
A. 6%
B. 12%
C. 12.36%
D. 16.64%
উত্তর: ১. D, ২. D, ৩. B, ৪. A, ৫. D, ৬. D, ৭. D, ৮.C, ৯.A, ১০. C
অঙ্ক মক টেস্ট পর্ব- ৪০ | CLICK HERE |