Math Mock Test in Bengali
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Math Mock Test In Bengali Part-42; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও। আজকের মক টেস্টের উত্তরগুলি নিচে দেওয়া আছে।
অংক মকটেস্ট পর্ব-৪২
১.যদি 3 জন পুরুষ অথবা 9 জন বালক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, তাহলে কত দিনে 5 জন পুরুষ এবং 6 জন বালক একসাথে কাজটি করবে?
A. 8 দিনে
B. 12 দিনে
C. 14 দিনে
D. 9 দিনে
২. একটি গাড়ি 100 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং 150 কিমি অন্তর 10 মিনিটের জন্য থামে। 1000 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?
A. 9 ঘন্টা
B. 10 ঘন্টা
C. 11 ঘন্টা
D. 12 ঘন্টা
৩. একজন বালক 12 কিমি/ঘন্টা গড় গতিবেগে 10 কিমি যায় এবং পুনরায় 10 কিমি/ঘন্টা গতিবেগে 12 কিমি যায়। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ আনুমানিক কত?
A. 10.4 কিমি/ঘন্টা
B. 10.8 কিমি/ঘন্টা
C. 11 কিমি/ঘন্টা
D. 12.2 কিমি/ঘন্টা
৪. স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা । যদি একটি স্রোতের অনুকূলে 26 কিমি এবং প্রতিকূলে 14 কিমি একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ কত?
A. 2 কিমি/ঘন্টা
B. 2.5 কিমি/ঘন্টা
C. 3 কিমি/ঘন্টা
D. 4 কিমি/ঘন্টা
৫. একটি ট্রেন 10 মিনিটে 12 কিমি দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি 6 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
A. 90 মিটার
B. 100 মিটার
C. 120 মিটার
D. 140 মিটার
৬. 7.20 টাকা প্রতি কেজি মূল্যের চাল কি অনুপাতে 5.70 টাকা প্রতি কেজি মূল্যের চালের সাথে মেশালে, 6.30 টাকা প্রতি কেজি মূল্যের মিশ্রন পাওয়া যাবে?
A. 1:3
B. 2:3
C. 3:4
D. 4:5
৭. 1820 টাকার 9 মার্চ, 2012 থেকে 21 মে, 2012 পর্যন্ত 7½% সুদের হারে সরল সুদ কত হবে?
A. 22.50 টাকা
B. 27.30 টাকা
C. 28.80 টাকা
D. 29 টাকা
৮. বার্ষিক 10% সুদের হারে 2800 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে?
A. 420 টাকা
B. 434 টাকা
C. 436.75 টাকা
D. 441.35 টাকা
৯. একটি বৃত্তাকার ঘাস জমির ব্যাস 42 মিটার। জমিটির বাইরের চারদিকে 3.5 মিটার চওড়া একটি বৃত্তাকার রাস্তা আছে। প্রতি বর্গমিটার 4 টাকা হিসাবে রাস্তাটিতে পাথর বসাতে কত টাকা খরচ হবে?
A. 2002 টাকা
B. 1002 টাকা
C. 4056 টাকা
D. 5002 টাকা
১০. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। যদি আয়তক্ষেত্রটির প্রস্থ 22 সেমি হয়, তাহলে তার দৈর্ঘ্য কত?
A. 24 সেমি
B. 26 সেমি
C. 28 সেমি
D. 30 সেমি
উত্তর:- ১. D, ২. C, ৩. B, ৪. C, ৫. C, ৬. B, ৭. B, ৮. B, ৯. A, ১০. C
অঙ্ক মক টেস্ট পর্ব- ৪১ | CLICK HERE |