60000 কনস্টেবল নেওয়া হবে কেন্দ্রীয় ৮ বাহিনীতে
স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় জানান সরকার চাইছে ওই সব পদের দ্রুত নিয়োগ করতে।সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে তাই নতুন যেসব ব্যাটেলিয়ান তৈরি হয়েছে সেখানে প্রচুর কনস্টেবল প্রয়োজন এছাড়া চলতি বছরে অবসর কর্মীসংখ্যা অনেক। তাই ওই সব পদে নিয়োগের জন্য তোড়জোড় চলছে।
দরখাস্ত নেওয়া শুরু:- খুব শিগগিরই বিজ্ঞপ্তি বেরোবে ৮ কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবলের
আবেদনের পদ্ধতি : Online
নিয়োগকারী সংস্থা : কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন
পদের নাম :
১. বর্ডার সিকিউরিটি ফোর্স
২. সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স
৩. সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স
৪. ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ
৫. সশস্ত্র সীমা বল
৬. ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি
৭. সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স – কনস্টেবল (জেনারেল ডিউটি )
৮. অসম রাইফেলসে রাইফেলম্যান(জেনারেল ডিউটি )
মোট পদ সংখ্যা : ৬০০০০+
কর্মস্থল : India (ভারতবর্ষ)
বেতন : ২১৭০০ থেকে ৬৯১০০
শিক্ষাগত যোগ্যতা : ক্লাস- 10th পাস।
বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে ২৩ বছরের মধ্যে।
জাতীয়তা : Must be Indian
পেমেন্ট করার পদ্ধতি : ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
নির্বাচনের পদ্ধতি : প্রথমে কম্পিউটার বেস্ট পরীক্ষা দিতে হবে, তাতে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে ।তারপর ডাক্তারি পরীক্ষা হবে।
আবেদন শুরুর তারিখ : এখনো জানা যায়নি
আবেদনের শেষ তারিখ : এখনো জানা যায়নি