ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। MOST IMPORTANT HISTORY GK QUESTIONS

 MOST IMPORATANT  HISTORY QUESTIONS FOR ALL COMPETITIVE EXAM

ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সব চাকরির পরীক্ষা দেয় গুরুত্বপূর্ণ।

১) “কল্পসূত্র” গ্রন্থটি কার লেখা?

👉🏻 ভদ্রবাহু।

২) ভারতের মোট পুরানের সংখ্যা কটি?

👉🏻১৮ টি।

৩) ভারতের পুরান গুলিতে কোন কোন রাজবংশের উল্লেখ আছে?

👉🏻 হর্ষঙ্ক, শিশুনাগ, মৌর্য, কান্ব, শুঙ্গ, সাতবাহন, গুপ্ত ইত্যাদি।

৪) রামায়ণ কে রচনা করেন?

👉🏻 বাল্মিকী।

৫) মহাভারত কে রচনা করেন?

👉🏻 কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।

৬) হর্ষচরিত গ্রন্থটি কার রচনা?

👉🏻 বানভট্ট।

৭) রামচরিত গ্রন্থটি কার লেখা?

👉🏻 সন্ধ্যাকর নন্দী।

৮) রামচরিত মানস গ্রন্থটি কার লেখা?

👉🏻 তুলসীদাস।

৯) বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থটি কার লেখা?

👉🏻বিহ্লন।

১০) গৌড়বহ গ্রন্থটি কার লেখা?

👉🏻 বাকপতিরাজ।

১১) পৃথ্বীরাজচরিত গ্রন্থটি  কার লেখা?

👉🏻 চাঁদবরদৈ।

১২) রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে?

👉🏻 কল্হন।

১৩) রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে ভারতের কোন প্রাচীন রাজ্য সম্পর্কে জানা যায়?

👉🏻 কাশ্মীর।।

১৪) কালিদাস রচিত কয়েকটি নাটকের নাম লেখ?

👉অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, মেঘদূতম।

১৫) রাজমালা ও কীর্তি কৌমুদী গ্রন্থটির রচয়িতা কে?

👉🏻 সোমেশ্বর।

১৬) সুকৃতি সংকীর্তন গ্রন্থের রচয়িতা কে?

👉🏻 অরি সিংহ।

১৭) প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের রচয়িতা কে?

👉🏻 মেরুতঙ্গ।

১৮) কোন বিদেশী লেখকের রচনায় সর্বপ্রথম ভারতের উল্লেখ পাওয়া যায়?

👉🏻 হেরোডোটাস।

১৯) ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে?

👉🏻 মেগাস্থিনিস।

২০) ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতের কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?

👉🏻 চন্দ্রগুপ্ত মৌর্য।

২১)সি ইউ কি গ্রন্থের রচয়িতা কে?

👉🏻 হিউ এন সাং।

২২)ফো কুয়ো কি গ্রন্থের রচয়িতা কে?

👉🏻ফা হিয়েন।

২৩) “ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম” গ্রন্থটি রচয়িতা কে?

👉🏻 লামা তারানাথ।

২৪) কোন বেদে “ইতিহাস” শব্দের উল্লেখ আছে?

👉🏻 অথর্ববেদ।

২৫) পুরান শব্দের অর্থ কি?

👉🏻 প্রাচীন।

২৬) অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা?

👉🏻 কৌটিল্য/চাণক্য।

২৭) কৌটিল্যের প্রকৃত নাম কি?

👉🏻 বিষ্ণুগুপ্ত।

২৮) প্রাচীন ভারতে মোট কতগুলি মহাজনপদের অস্তিত্ব ছিল?

👉🏻 16 টি।

২৯) দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদের নাম কি?

👉🏻অস্মক।

৩০) কোন কোন মহাজনপদ প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল?

👉🏻 বৃজি ও মল্ল।

৩১) কোন মহাজনপদ কে কেন্দ্র করে প্রাচীন ভারতে সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল?

👉🏻মগধ।

৩২)উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কাকে বলা হয়?

👉🏻 মহাপদ্ম নন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top