MOST IMPORATANT HISTORY QUESTIONS FOR ALL COMPETITIVE EXAM
ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সব চাকরির পরীক্ষা দেয় গুরুত্বপূর্ণ।
১) “কল্পসূত্র” গ্রন্থটি কার লেখা?
👉🏻 ভদ্রবাহু।
২) ভারতের মোট পুরানের সংখ্যা কটি?
👉🏻১৮ টি।
৩) ভারতের পুরান গুলিতে কোন কোন রাজবংশের উল্লেখ আছে?
👉🏻 হর্ষঙ্ক, শিশুনাগ, মৌর্য, কান্ব, শুঙ্গ, সাতবাহন, গুপ্ত ইত্যাদি।
৪) রামায়ণ কে রচনা করেন?
👉🏻 বাল্মিকী।
৫) মহাভারত কে রচনা করেন?
👉🏻 কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।
৬) হর্ষচরিত গ্রন্থটি কার রচনা?
👉🏻 বানভট্ট।
৭) রামচরিত গ্রন্থটি কার লেখা?
👉🏻 সন্ধ্যাকর নন্দী।
৮) রামচরিত মানস গ্রন্থটি কার লেখা?
👉🏻 তুলসীদাস।
৯) বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থটি কার লেখা?
👉🏻বিহ্লন।
১০) গৌড়বহ গ্রন্থটি কার লেখা?
👉🏻 বাকপতিরাজ।
১১) পৃথ্বীরাজচরিত গ্রন্থটি কার লেখা?
👉🏻 চাঁদবরদৈ।
১২) রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে?
👉🏻 কল্হন।
১৩) রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে ভারতের কোন প্রাচীন রাজ্য সম্পর্কে জানা যায়?
👉🏻 কাশ্মীর।।
১৪) কালিদাস রচিত কয়েকটি নাটকের নাম লেখ?
👉অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, মেঘদূতম।
১৫) রাজমালা ও কীর্তি কৌমুদী গ্রন্থটির রচয়িতা কে?
👉🏻 সোমেশ্বর।
১৬) সুকৃতি সংকীর্তন গ্রন্থের রচয়িতা কে?
👉🏻 অরি সিংহ।
১৭) প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের রচয়িতা কে?
👉🏻 মেরুতঙ্গ।
১৮) কোন বিদেশী লেখকের রচনায় সর্বপ্রথম ভারতের উল্লেখ পাওয়া যায়?
👉🏻 হেরোডোটাস।
১৯) ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে?
👉🏻 মেগাস্থিনিস।
২০) ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতের কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
👉🏻 চন্দ্রগুপ্ত মৌর্য।
২১)সি ইউ কি গ্রন্থের রচয়িতা কে?
👉🏻 হিউ এন সাং।
২২)ফো কুয়ো কি গ্রন্থের রচয়িতা কে?
👉🏻ফা হিয়েন।
২৩) “ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম” গ্রন্থটি রচয়িতা কে?
👉🏻 লামা তারানাথ।
২৪) কোন বেদে “ইতিহাস” শব্দের উল্লেখ আছে?
👉🏻 অথর্ববেদ।
২৫) পুরান শব্দের অর্থ কি?
👉🏻 প্রাচীন।
২৬) অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা?
👉🏻 কৌটিল্য/চাণক্য।
২৭) কৌটিল্যের প্রকৃত নাম কি?
👉🏻 বিষ্ণুগুপ্ত।
২৮) প্রাচীন ভারতে মোট কতগুলি মহাজনপদের অস্তিত্ব ছিল?
👉🏻 16 টি।
২৯) দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদের নাম কি?
👉🏻অস্মক।
৩০) কোন কোন মহাজনপদ প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল?
👉🏻 বৃজি ও মল্ল।
৩১) কোন মহাজনপদ কে কেন্দ্র করে প্রাচীন ভারতে সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল?
👉🏻মগধ।
৩২)উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কাকে বলা হয়?
👉🏻 মহাপদ্ম নন্দ।