মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

 রাজ্যে রেশম চাষীদের উন্নয়নের জন্য রাজ্যের বস্ত্র দপ্তরের অধীনস্থ সেরিকালচার কমিশনারের অফিস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী রেশম চাষীদের উন্নয়নের জন্য বন্ধু পদে কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ এক বছরের জন্য অস্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে সকল প্রার্থীর আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি কত শূন্য পদ রয়েছে এই সম্বন্ধে সমস্ত কিছু নিচে দেওয়া হল।

মাধ্যমিক পাশের রেশম বন্ধু পদে নিয়োগ


আবেদন শুরুর তারিখ:- ০২/০৩/২০২২ সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।


আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনে এর মাধ্যমে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। সাদা কাগজে দরখাস্ত লিখে তার সঙ্গে প্রয়োজনীয় নথি কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। প্রয়োজনীয় নথি গুলির তালিকা নিচে দেওয়া আছে।


দরখাস্ত পাঠানোর ঠিকানা:- উপঅধিকর্তা, রেশম শিল্প, রেশম ভবন, বনশ্রীপাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া, পিন-৭৪১১০১


পদের নাম : 

১. রেশম বন্ধু


মোট পদ সংখ্যা : ১ জন


শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। এরই সঙ্গে রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। রেশম চাষ এলাকায় যোগাযোগ এবং যাতায়াত রাখার জন্য প্রার্থীকে অবশ্যই একটা সাইকেল ও স্মার্টফোন থাকতে হবে এবং যে কোন রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকের সেভিংস একাউন্ট থাকতে হবে।



বয়সের সীমা : প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখ হিসাবে প্রার্থীর বয়স ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।


চাকরির খবর: বনদপ্তরে কর্মী নিয়োগ


জাতীয়তা : Must be Indian 


প্রয়োজনীয় নথি:– 

১. ভোটার কার্ড

২. আধার কার্ড

৩. মাধ্যমিক পাস সার্টিফিকেট ও মার্কশিট

৪. সেরিকালচার প্রশিক্ষণের সার্টিফিকেট

৫. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড

৬. রেশম চাষ পরিবারভুক্ত জেলা সার্টিফিকেট

৭. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)


কাজের বিবরণ:- প্রতি ১৫ দিনের কাজের বিবরণ স্থানীয় বথুয়াডহরি রেশম শিল্প কার্যালয়ে জমা দিতে হবে।


নিয়োগ পদ্ধতি: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।


ইন্টারভিউ এর তারিখ:- ১৭/০৩/২০২২, সকাল ১১:৩০।


ইন্টারভিউয়ের স্থান:- রেশন দপ্তর এর কার্যালয়, কৃষ্ণনগর, নদীয়া।


আবেদন শুরুর তারিখ : ০২/০৩/২০২২ তারিখ থেকে শুরু হবে।

আবেদনের শেষ তারিখ : ১০/০৩/২০২২ সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।


Official website: ক্লিক করুন


সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top