কোস্ট গার্ডে 50 নাবিক(Indian coast guard)।
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ কুক ও স্টুয়ার্ড পদে 50 জন লোক নিচ্ছে। খারাপ কোন পদের জন্য যোগ্য নিচে দেওয়া হল।
দরখাস্ত নেওয়া শুরু:- দরখাস্ত নেওয়া শুরু হবে 30 শে নভেম্বর থেকে।
আবেদনের পদ্ধতি : Online
নিয়োগকারী সংস্থা : ইন্ডিয়ান কোস্ট গার্ড
পদের নাম :
১. কুক
২. স্টুয়ার্ড
মোট পদ সংখ্যা : ৫০
কর্মস্থল : India (ভারতবর্ষ)
বেতন : ২১৭০০ থেকে ৪৭৬০০
শিক্ষাগত যোগ্যতা : ৫০% নাম্বার পেয়ে মাধ্যমিক পাশে ছেলেটা আবেদন করতে পারেন।
বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে ২২ বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে1-4- 1999 থেকে 30-3-2003 এর মধ্যে।
জাতীয়তা : Must be Indian
পেমেন্ট করার পদ্ধতি : ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
নির্বাচনের পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য পাঠানো হবে ও পরীক্ষা হবে।তাতে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে ।তারপর ডাক্তারি পরীক্ষা হবে।
পরীক্ষার বিষয়: কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, অংক, জেনারেল সাইন্স, জেনেরাল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস ও রিজনিং।
Admit card: এই পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১৯ ডিসেম্বর থেকে 25 শে ডিসেম্বর পর্যন্ত।
আবেদন শুরুর তারিখ : 30 নভেম্বর
আবেদনের শেষ তারিখ : 7 ডিসেম্বর
অফিশিয়াল ওয়েবসাইট:- www.joinindiacoastguard.gov.in