4000 GROUP D AND CLARK পদের OFFICIAL NOTICE
4000 ক্লার্ক ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি।
ত্রিপুরা সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। কে কোন পদের জন্য যোগ্য নিচে সমস্ত তথ্য দেওয়া হল।
দরখাস্ত নেওয়া শুরু:- গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করবেন 28 শে ডিসেম্বর থেকে 11 ফেব্রুয়ারির মধ্যে।
আর ক্লার্ক এর জন্য আবেদন করবেন 19 ডিসেম্বর থেকে 30 শে জানুয়ারির মধ্যে।
আবেদনের পদ্ধতি : Online(অনলাইন)
পদের নাম:
১. গ্রুপ ডি
২. মাল্টিটাস্কিং স্টাফ
৩. ক্লার্ক
মোট পদ সংখ্যা : 4০০০
কর্মস্থল : India (ভারতবর্ষ)
বেতন : মাল্টিটাস্কিং স্টাফ ও গ্রুপ ডি পদে মূল মাইনে লেভেল ১ অনুযায়ী।
ক্লার্ক পদের মূল মাইনে level-7 অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা : মাল্টিটাস্কিং স্টাফ ও গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এইট পাস এবং ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ১০ পাস।
বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 41 বছরের মধ্যে। বয়স হতে হবে 31- 12 -2020 হিসাবে 18 থেকে 41 বছরের মধ্যে।
জাতীয়তা : Must be Indian
পেমেন্ট করার পদ্ধতি :ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড,ব্যাঙ্ক চালান এবং নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
নির্বাচনের পদ্ধতি : গ্রুপ ডি পদের প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম এর লিখিত পরীক্ষা হবে এই পরীক্ষায় থাকবে ইংরেজি এন্ড জেনারেল স্টাডিজ পঞ্চম শ্রেণী মানের আর জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়। ডেস্ক্রিপটিভ টাইপের প্রশ্ন বাংলা ও অংক বিষয়ে 30নম্বর। আর ইংরেজি বিষয়ে 20 নম্বর ।সময় থাকবে দু’ঘণ্টা।ডেসক্রিপটিভ প্রশ্ন জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয় থাকবে 35 নম্বর এর সময় 2 ঘন্টা।
ক্লার্ক পদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে ।এই পরীক্ষা দুটি পেপারে হবে। প্রথম পেপারে থাকবে ইংরেজি বিষয় ইংরেজির মধ্যে রিপোর্ট লেখা ,বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সামারি ,ইংরেজি গ্রামার নাম্বার 40 সময় 2 ঘন্টা।দ্বিতীয় পেপারে থাকবে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স 100 নাম্বার সময় থাকবে 2 ঘন্টা।
টাইপিং:- ক্লার্ক পদের জন্য কম্পিউটারে 30 টি ইংরেজি টাইপিং বাংলা টাইপিং মিনিটে অন্তত 25টি শব্দ তোলার গতি থাকতে হবে।
ইন্টারভিউ:- গ্রুপ ডি পদের বেলায় ইন্টারভিউ থাকবে 15 নম্বরে এবং ক্লার্ক পদের বেলায় ইন্টারভিউ থাকবে 30 নম্বরে এই নম্বর মূল নাম্বার সাথে যুক্ত হয়ে মেরিট লিস্ট বার হবে।
আবেদন শুরুর তারিখ : গ্রুপ ডি পদের জন্য 28 ডিসেম্বর ও ক্লার্ক পদের জন্য 19 ডিসেম্বর।
আবেদনের শেষ তারিখ : গ্রুপ ডি পদের জন্য 11 ই ফেব্রুয়ারি এবং ক্লার্ক পদের জন্য 30 শে জানুয়ারি।
অফিশিয়াল ওয়েবসাইট:- employment.tripura.gov.in
বিস্তারিত আরও তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।
West Bengal government job??