30 JANUARY 2021 CURRENT AFFAIRS IN BENGALI

 30 JANUARY CURRENT AFFAIRS IN BENGALI-: 

30 January 2021 current affairs in Bengali

30 JANUARY

1.উত্তরপ্রদেশ প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত মূকনাট্যে প্রথম পুরস্কার পেল ,এবারের থিম ছিল ‘রাম মন্দির’।

2.ভারত 2022 Women’s Asian Cup হােস্ট করতে চলেছে ।

3.ইউ. পি. সিং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সেক্রেটারী পদে নিযুক্ত হলেন ।

4.হরিয়ানা তফসিলি জাতিভুক্ত কলেজ পড়ুয়াদের বিনামূল্যে বই দেবে ।

5.উত্তরপ্রদেশে ভারতের প্রথম ২টি এক্সপ্রেসওয়েতে এয়ারস্ট্রিপ বানানাে হয়েছে ।

 

6.প্রতিবেশী রাষ্ট্র গুলিকে ভ্যাকসিন উপহার দিতে ভারত লঞ্চ করলাে ‘ভ্যাকসিন মৈত্রী’ ইনিশিয়েটিভ ।

7.স্বামীনাথন জনকিরামন ও অশ্বিনী কুমার তিয়ারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ।

8.Corruption Perception Index 2020-তে ভারতের স্থান

৮৬, নিউজিল্যান্ড ও ডেনমার্ক প্রথমস্থানে আছে ।

9.বিশ্বে Reliance Jio-এর “Strongest Brands” তালিকায় পঞ্চম স্থান ।

10.নরেন্দ্র মােদী 35th PRAGATI Meet-a পতিত্ব করলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top