GK 20-20 GK QUESTIONS IN BENGALI-:
![]() |
Gk 20-20 gk questions in Bengali part-29 |
আজ আমারা তোমাদের জন্য নিয়ে এসেছি GK 20-20 PART-29।এই প্রশ্ন গুলি সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযোগী।
জিকে 20-20 পর্ব-29
1.’Sky River’ নামে কোন নদী পরিচিত?
➡️ ব্রহ্মপুত্র
2.সম্রাট জাহাঙ্গীর কোন শিখগুরুর প্রাণদন্ড দেন ?
➡️ গুরু অর্জুন সিংহ
3.মুসলমানেরা কাকে জিন্দাপীর বলত ?
➡️ ঔরঙ্গজেবকে
4.গান্ধী আরউইন চুক্তি কত সালে হয় ?
➡️ ১৯৩১ সালে
5.ঔরঙ্গজেব কাকে ‘পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন ?
➡️ শিবাজিকে
6.’কচ্ছ’ শব্দের অর্থ কী?
➡️ জলাময় দেশ
7.‘ভারতের রূঢ়‘ – কোন শহরকে বলে ?
➡️ দুর্গাপুর
8.‘উদীয়মান শিল্প‘ কোন শিল্প কে বলা হয় ?
➡️ পেট্রোরসায়ন শিল্প
9.’রামসার’ চুক্তি কত সালে কার্যকর হয়?
➡️ 1975
10. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ?
➡️ বিম্বিসার