GK 20-20 General Knowledge Questions In Bengali Part-36 For All Competitive Exams

GENERAL KNOWLEDGE QUESTIONS IN BENGALI-:

GK 20-20 General Knowledge Questions In Bengali Part-36 

আজ আমারা তোমাদের জন্য নিয়ে এসেছি GK 20-20 PART-36।এই প্রশ্ন গুলি সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযোগী।


জিকে 20-20 পর্ব-36

1. বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ?

➡️ নবদ্বীপ 

2. ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয় ?

➡️ সুইজারল্যান্ড 

3. প্রভাত শান্তির দেশ কাকে বলা হয় ?

➡️ কোরিয়া 

4. ভূমধ্য সাগরের দুর্গ কাকে বলা হয় ?

➡️ জিব্রাল্টার 

5. লিলি ফুলের দেশ কাকে বলা হয় ?

➡️ কানাডা 

6. শৈল রানি কাকে বলা হয় ?

➡️ দার্জিলিং 

7. পৃথিবীর ছাদ কাকে বলা হয় ?

➡️ পামির মালভূমি 

8. নদী মাতৃক দেশ কাকে বলা হয় ?

➡️ বাংলাদেশ 

9. রামধনুর দেশ কাকে বলা হয় ?

➡️ হাওয়াই দ্বীপ 

10. সমুদ্রের বধূ কাকে বলা হয় ?

 ➡️ গ্রেট ব্রিটেন 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top