23 March Current Affairs in Bengali
২৩ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স
১.কবে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়?
A. 23 মার্চ
B. 21 মার্চ
C. 22 মার্চ
D. 24 মার্চ
উত্তর: 23 মার্চ ( এবছরের থিম- Early Warning and Early Action)
২. ভারত এবং কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ অনুশীলন EX-DUSTLIK শুরু হয়েছে?
A. শ্রীলংকা
B. উজবেকিস্তান
C. জাপান
D. ইন্দোনেশিয়া
উত্তর: উজবেকিস্তান
৩. কোন ভারতীয় অর্থনীতিবিদ UN Advisory Board-এর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলেন ?
A. গীতা গোপীনাথ
B. জয়তী ঘোষ
C. সুনন্দা পাল
D. রোশনি চৌধুরী
উত্তর: জয়তী ঘোষ
৪. বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর হিসেবে শীর্ষে কোনটি?
A. ঢাকা
B. মাস্কাট
C. দুশানবে
D. নিউ দিল্লি
উত্তর: নিউ দিল্লি
৫.ভারতের কনিষ্ঠতম মহিলা সাঁতারু হিসাবে কে পক প্রণালী অতিক্রম করলেন?
A. জিয়া রাই
B. নিতু রাই
C. মান্নাত খাতুন
D. আইরা খাতুন
উত্তর:জিয়া রাই( 13 বছর বয়সী মুম্বাই এর প্রতিবন্ধী সাঁতারু)
৬.সম্প্রতি ভারতে শংকর প্রসাদ শর্মা কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?
A. বাংলাদেশ
B. মায়ানমার
C. নেপাল
D. শ্রীলঙ্কা
উত্তর: নেপাল
৭.সম্প্রতি কোথায় পুতুল উৎসবের আয়োজন করা হলো?
A. পুনে
B. নাগপুর
C. নিউ দিল্লী
D. মুম্বাই
উত্তর: নিউ দিল্লী
৮. প্রথম প্যারা অ্যাথলেট হিসাবে পদ্মভূষণ পুরস্কার পেলেন কে?
A. সুন্দর সিং গুর্যর
B. দেবেন্দ্র ঝাঝারিয়া
C. অবনী লেখারা
D. দীপা মালিক
উত্তর: দেবেন্দ্র ঝাঝারিয়া
৯. কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি নির্বাচিত হলেন Serdar Berdimuhamedow?
A. মালয়েশিয়া
B. ইরান
C. কাজাখস্তান
D. তুর্কমেনিস্তান
উত্তর: তুর্কমেনিস্তান
১০. Indian Well Master 2022 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?
A. Rafael Nadal
B. Lewis Hamilton
C. Taylor Harry Fritz
D. Andre Agassi
উত্তর: Taylor Harry Fritz ( মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতেছেন পোল্যান্ডের টেনিস তারকা Iga Swiatek)
আরো পড়ুন: ২২ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স