23 March Bengali Current Affairs | ২৩ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স

 23 March Current Affairs in Bengali 

23 March Bengali Current Affairs

২৩ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স 
১.কবে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়?
A. 23 মার্চ
B. 21 মার্চ
C. 22 মার্চ
D. 24 মার্চ

উত্তর: 23 মার্চ ( এবছরের থিম- Early Warning and Early Action)

২. ভারত এবং কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ অনুশীলন EX-DUSTLIK শুরু হয়েছে?
A. শ্রীলংকা
B. উজবেকিস্তান
C. জাপান
D. ইন্দোনেশিয়া

উত্তর: উজবেকিস্তান

৩. কোন ভারতীয় অর্থনীতিবিদ UN Advisory Board-এর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলেন ?
A. গীতা গোপীনাথ
B. জয়তী ঘোষ
C. সুনন্দা পাল
D. রোশনি চৌধুরী

উত্তর: জয়তী ঘোষ

৪. বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর হিসেবে শীর্ষে কোনটি?
A. ঢাকা
B. মাস্কাট
C. দুশানবে
D. নিউ দিল্লি

উত্তর: নিউ দিল্লি


৫.ভারতের কনিষ্ঠতম মহিলা সাঁতারু হিসাবে কে পক প্রণালী অতিক্রম করলেন?
A. জিয়া রাই
B. নিতু রাই
C. মান্নাত খাতুন
D. আইরা খাতুন

উত্তর:জিয়া রাই( 13 বছর বয়সী মুম্বাই এর প্রতিবন্ধী সাঁতারু)

৬.সম্প্রতি ভারতে শংকর প্রসাদ শর্মা কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?
A. বাংলাদেশ
B. মায়ানমার
C. নেপাল
D. শ্রীলঙ্কা

উত্তর: নেপাল

৭.সম্প্রতি কোথায় পুতুল উৎসবের আয়োজন করা হলো?
A. পুনে
B. নাগপুর
C. নিউ দিল্লী
D. মুম্বাই

উত্তর: নিউ দিল্লী



৮. প্রথম প্যারা অ্যাথলেট হিসাবে পদ্মভূষণ পুরস্কার পেলেন কে?
A. সুন্দর সিং গুর্যর
B. দেবেন্দ্র ঝাঝারিয়া
C. অবনী লেখারা
D. দীপা মালিক

উত্তর: দেবেন্দ্র ঝাঝারিয়া

৯. কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি নির্বাচিত হলেন Serdar Berdimuhamedow?
A. মালয়েশিয়া
B. ইরান
C. কাজাখস্তান
D. তুর্কমেনিস্তান

উত্তর: তুর্কমেনিস্তান

১০. Indian Well Master 2022 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?
A. Rafael Nadal
B. Lewis Hamilton
C. Taylor Harry Fritz
D. Andre Agassi

 উত্তর: Taylor Harry Fritz ( মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতেছেন পোল্যান্ডের টেনিস তারকা Iga Swiatek)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top