গুরত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব – ৩৪ | Gk Question and Answer Part – 34

 গুরত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর 

গুরত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

গুরত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব- ৩৪

১. সুন্দরবন টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ

২. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উত্তর: ৭ এপ্রিল

৩. বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন?
উত্তর: ভ্যালেন্তিনা তেরেসকোভা

৪. পদাতিক কবি কাকে বলা হয়?
উত্তর: সুভাষ মুখোপাধ্যায় কে

৫. ভলিবল খেলায় খেলোয়াড় সংখ্যা কত?
উত্তর: ৬ জন


৬. ম্যালেরিয়ার ওষুধ তৈরির জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর: রোল্যান্ড রস

৭. ভারতীয় ১০০ টাকার নোটে কয়টি ভাষা লেখা রয়েছে?
উত্তর: ১৭ টি

৮. টিউবারকিউলোসিস এর জন্য দায়ী কোনটি?
উত্তর: ব্যাকটেরিয়া

৯. কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
উত্তর: ২:১

১০. “My Life and the Beautiful game”- শীর্ষক বইটি কার আত্মজীবনী?
উত্তর: পেলে


১১. নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট

১২. দিল্লির আলাই দরওয়াজা কার নির্দেশে নির্মিত হয়?
উত্তর: আলাউদ্দিন খলজী

১৩. টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: গলফ

১৪. মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
উত্তর: পিসিকালচার

১৫. দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থল এর নাম কি?
উত্তর: রাজঘাট

১৬. শ্রীলংকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: মহাবলীগঙ্গা

১৭. আদিনা মসজিদ কে নির্মান করেন?
উত্তর: সিকান্দার শাহ

১৮. ব্রিজ খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে?
উত্তর: দুইজন

১৯. সংবিধানের কোন ধারায় রাজ্যপাল কে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেওয়া হয়?
উত্তর: ১৫৪ নং ধারা

২০. মস্তিষ্কের আবরণীর নাম কি?
উত্তর: মেনিনজেস

1 thought on “গুরত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব – ৩৪ | Gk Question and Answer Part – 34”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top