24 March Bengali Current affairs
২৪ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স
১.সম্প্রতি অ্যাবেল পুরস্কার 2022 দ্বারা সম্মানিত হলেন Dennis P. Sullivan, তিনি কোন দেশের গণিতজ্ঞ?
A. জার্মানি
B. সুইডেন
C. আমেরিকা
D. রাশিয়া
উত্তর: আমেরিকা
২. সম্প্রতি Gl Tag পেল “নরসিংহপেট্রাই নাগেস্বরম” নামক বাদ্যযন্ত্রটি, এটি কোন রাজ্যের?
A. কেরালা
B. তামিলনাড়ু
C. কৰ্ণাটক
D. অন্ধ্রপ্রদেশ
উত্তর: তামিলনাড়ু
৩. সম্প্রতি অবসর ঘোষণাকারী Ashleigh Barty, তিনি কোন দেশের মহিলা টেনিস খেলোয়াড়?
A. নিউজিল্যান্ড
B. সার্বিয়া
C. আমেরিকার
D. অস্ট্রেলিয়া
উত্তর: অস্ট্রেলিয়া
৪.”সুরক্ষা কবচ ২” নামে যৌথ নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত করছে ইন্ডিয়ান আর্মি, কোন রাজ্যের পুলিশের সাথে?
A. মহারাষ্ট্র পুলিশ
B. গুজরাট পুলিশ
C. উত্তরপ্রদেশ পুলিশ
D. পাঞ্জাব পুলিশ
উত্তর: মহারাষ্ট্র পুলিশ
৫.প্রতিবছর কোন তারিখে বিশ্ব যক্ষা দিবস পালন হয়?
A. 22 March
B. 23 March
C. 24 March
D. 25 March
উত্তর: 24 March
৬. 13th Greenstorm Photography Award জিতলেন মোহাম্মদ রেজা মসৌমী, তিনি কোন দেশের নাগরিক?
A. বাংলাদেশ
B. আফগানিস্তান
C. ইরান
D. তুর্কি
উত্তর: ইরান
৭.IQAir’s 2021 World Air Quality Report -এ বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত দেশ কোনটি?
A. ভারত
B. পাকিস্তান
C. ওমান
D. বাংলাদেশ
উত্তর: বাংলাদেশ
৮. Global House Price Index Q4 2021- এ ভারতের স্থান কত?
A. 51
B. 56
C. 68
D. 58
উত্তর: 51
৯. “The Little Book of Joy” এই শিরোনামে বই লিখলেন কে?
A. কৈলাশ শত্যাথি
B. দালাই লামা
C. যোগী আদিত্যনাথ
D. মুনিরাম গুপ্ত
উত্তর: দালাই লামা
১০. ভারতের প্রথম রাজ্য হিসাবে কার্বন নিরপেক্ষ কৃষি পদ্ধতির বাস্তবায়ন করতে চলেছে কোন রাজ্য?
A. কেরালা
B. কৰ্ণাটক
C. সিকিম
D. উত্তরাখণ্ড
উত্তর: কেরালা
আরো পড়ুন: ২৩ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স