25 March Current affairs in Bengali
২৫ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স
১.সম্প্রতি কোন দেশটি বিশ্বের উষ্ণতম স্থানের তকমা পেল?
A. ইরাক
B. ইরান
C. কুয়েত
D. সৌদি আরব
উত্তর: কুয়েত (৫৩.২ ° পৌঁছে গিয়েছিল)
২. মহেন্দ্র সিং ধোনি আগত IPL 2022-এ Chennai Super Kings টিমের অধিনায়কত্ব কাকে হস্তান্তর করলেন?
A. রোহিত শর্মা
B. রবীন্দ্র জাদেজা
C. জাসপ্রীত বুমরা
D. সুরেশ রায়না
উত্তর: রবীন্দ্র জাদেজা
৩. সম্প্রতি কোথায় 13th World Para Athletics Grand Prix 2022 শুরু হলো?
A. লন্ডন
B. দুবাই
C. রিয়াধ
D. মস্কো
উত্তর: দুবাই
৪. সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?
A. অশোক আনন্দ
B. সঞ্জয় পান্ডে
C. করমবীর সিং
D. বিনোদ জি. খান্ডারে
উত্তর:বিনোদ জি. খান্ডারে
৫. সম্প্রতি কোন ব্যাঙ্ক Green Deposits Programme লঞ্চ করলো ?
A. ICICI Bank
B. Axis Bank
C. DBS Bank India
D. State Bank of India
উত্তর: DBS Bank India
৬. কোথায় নরেন্দ্র মোদী বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করলেন ?
A. কলকাতা
B. হাওড়া
C. নিউ দিল্লি
D. নদীয়া
উত্তর: কলকাতা ( ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটির উদ্বোধন করেন শহীদের উৎসর্গ করে)
৭. “Unfilled Barrels India’s oil story” – এই শিরোনামে বই লিখলেন কে?
A. সলিল কুমার
B. অজয় চক্রবর্তী
C. রিচা মিশ্র
D. চেতন ভগত
উত্তর:রিচা মিশ্র
৮. যোগী আদিত্যনাথ কোন রাজ্যের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
A. উত্তরাখণ্ড
B. উত্তরপ্রদেশ
C. কেরালা
D. গোয়া
উত্তর: উত্তরপ্রদেশ
৯. সম্প্রতি প্রয়াত শাহাবুদ্দিন আহমেদ কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?
A. পাকিস্তান
B. শ্রীলঙ্কা
C. বাংলাদেশ
D. নেপাল
উত্তর: বাংলাদেশ
১০. দেশে কোন রাজ্যে প্রথম বিধানসভা হিসাবে National e Vidhan application (NeVA) প্রোগ্রামের বাস্তবায়ন করছে ?
A. সিকিম বিধানসভা
B. নাগাল্যান্ড বিধানসভা
C. মনিপুর বিধানসভা
D. মেঘালয় বিধানসভা
উত্তর: নাগাল্যান্ড বিধানসভা
আরো পড়ুন: 24 March Current affairs