25 March Current affairs in Bengali | Daily Current Affairs in Bengali

 25 March Current affairs in Bengali 

২৫ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স 

১.সম্প্রতি কোন দেশটি বিশ্বের উষ্ণতম স্থানের তকমা পেল?
A. ইরাক
B. ইরান
C. কুয়েত
D. সৌদি আরব

উত্তর: কুয়েত (৫৩.২ ° পৌঁছে গিয়েছিল)

২. মহেন্দ্র সিং ধোনি আগত IPL 2022-এ Chennai Super Kings টিমের অধিনায়কত্ব কাকে হস্তান্তর করলেন?
A. রোহিত শর্মা
B. রবীন্দ্র জাদেজা
C. জাসপ্রীত বুমরা
D. সুরেশ রায়না

উত্তর: রবীন্দ্র জাদেজা

৩. সম্প্রতি কোথায় 13th World Para Athletics Grand Prix 2022 শুরু হলো?
A. লন্ডন
B. দুবাই
C. রিয়াধ
D. মস্কো

উত্তর: দুবাই

৪. সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?
A. অশোক আনন্দ
B. সঞ্জয় পান্ডে
C. করমবীর সিং
D. বিনোদ জি. খান্ডারে

উত্তর:বিনোদ জি. খান্ডারে

৫. সম্প্রতি কোন ব্যাঙ্ক Green Deposits Programme লঞ্চ করলো ?
A. ICICI Bank
B. Axis Bank
C. DBS Bank India
D. State Bank of India

উত্তর: DBS Bank India

৬. কোথায় নরেন্দ্র মোদী বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করলেন ?
A. কলকাতা
B. হাওড়া
C. নিউ দিল্লি
D. নদীয়া

উত্তর: কলকাতা ( ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটির উদ্বোধন করেন শহীদের উৎসর্গ করে)

৭. “Unfilled Barrels India’s oil story” – এই শিরোনামে বই লিখলেন কে?
A. সলিল কুমার
B. অজয় চক্রবর্তী
C. রিচা মিশ্র
D. চেতন ভগত

উত্তর:রিচা মিশ্র

৮. যোগী আদিত্যনাথ কোন রাজ্যের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
A. উত্তরাখণ্ড
B. উত্তরপ্রদেশ
C. কেরালা
D. গোয়া

উত্তর: উত্তরপ্রদেশ

৯. সম্প্রতি প্রয়াত শাহাবুদ্দিন আহমেদ কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?
A. পাকিস্তান
B. শ্রীলঙ্কা
C. বাংলাদেশ
D. নেপাল

উত্তর: বাংলাদেশ

১০. দেশে কোন রাজ্যে প্রথম বিধানসভা হিসাবে National e Vidhan application (NeVA) প্রোগ্রামের বাস্তবায়ন করছে ?
A. সিকিম বিধানসভা
B. নাগাল্যান্ড বিধানসভা
C. মনিপুর বিধানসভা
D. মেঘালয় বিধানসভা

উত্তর: নাগাল্যান্ড বিধানসভা 

আরো পড়ুন: 24 March Current affairs 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top