SSC CGL 2023 Final Result: প্রকাশিত SSC CGL 2023 ফাইনালের ফল, সফল ৭ হাজার ৮৫৯ জন

 SSC CGL 2023 Final Result: প্রকাশিত SSC CGL 2023 ফাইনালের ফল, সফল ৭ হাজার ৮৫৯ জন 

SSC CGL 2023 Final Result Diret Link: 

স্টাফ সিলেকশন কমিশন ৮ হাজার ৪১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে SSC CGL এ । SSC CGL 2023 ফাইনাল পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় পর্বের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই ।

 SSC CGL 2023 ফাইনাল রেজাল্ট ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ গিয়ে নিজেদের ফলাফল দেখে নিতে পারেন। সেখানে পিডিএফ আপলোড করা হয়েছে সফল পরীক্ষার্থীদের নামের তালিকা সহ। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করেই ফলাফল এবং সফল প্রার্থীদের নামের তালিকা দেখতে পারবেন পরীক্ষার্থীরা


উল্লেখ্য, স্টাফ সিলেকশন কমিশন ৮ হাজার ৪১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে SSC CGL এ । SSC CGL 2023 ফাইনাল পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় পর্বের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই। এই পরীক্ষায় পরীক্ষার্থীদের কম্পিউটার নলেজ টেস্ট এবং ডেটা এন্ট্রি স্পিড পরীক্ষা করা হয় । শেষ পরীক্ষায় মোট ৩৯ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় দেন।


এই পরীক্ষায় পাশ হওয়া পরীক্ষার্থীদের চাকরি পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দফতরে গিয়ে নথি যাচাই প্রক্রিয়াকরণ সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করবে । আপাতত স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ৭ হাজার ৮৫৯ জনকে শর্টলিস্ট করা হয়েছে এসএসসি CGL পরীক্ষার সফল প্রার্থী হিসেবে। বিভিন্ন কারণ এর জন্য ফইনাল পরীক্ষায় বসা ১০ জন পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়নি এখনও। স্টাফ সিলেকশন কমিশন জানিয়ে দিয়েছে, কোনও ওয়েটিং লিস্ট বা রিজার্ভ বানানো হয়নি। যে সব পদ পূরণ হবে না সেই পদ গুলিতে নিয়োগের জন্য পুনরায় পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষার সকল প্রার্থীদের মার্কস এবং উত্তরপত্র শীঘ্রই প্রকাশ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top