Railway Group D Math Mock Test in Bengali
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Railway Group D Math Mock Test In Bengali Part-01; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও। আজকের মক টেস্টের উত্তরগুলি নিচে দেওয়া আছে।
রেলওয়ে গ্রুপ ডি অঙ্ক মক টেস্ট পর্ব -০১
১. নিচের সংখ্যার মধ্যে কোনটি 17956 এর বর্গমূল?
A. 122
B. 124
C. 134
D. 128
২. একটি নির্দিষ্ট রাস্তার অংশে একটি গাড়ির গতিবেগ হলো 50km/h । একটি নির্দিষ্ট দিনে, গড় গতিবেগ স্বাভাবিকের থেকে একের দশ ভাগ কম হলো, ফলে অতিরিক্ত 18 মিনিট সময় লাগলো। কিলোমিটারে রাস্তার ওই অংশ এর দৈর্ঘ্য কত?
A. 120
B. 135
C. 140
D. 125
৩. 250÷[-5+(-5)of{63÷(-28÷-4)}]=?
A. 10
B. -4
C. -5
D. 8
৪. একটি ফুড রিটেইল চেনের 30% বিক্রি হয় দুগ্ধজাত দ্রব্য এবং বাদবাকি হয় টাটকা খাবার থেকে। যদি চেনটির এক মাসে 50000 টাকা বিক্রি হয় তাহলে দুগ্ধজাত দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে?
A. 22000
B. 15000
C. 25000
D. 30000
৫. একজন দোকানদার ২০% ক্ষতিতে 6টি রেডিও বিক্রি করেন । একটি টিভিকে কত শতাংশ লাভে বিক্রি করলে দোকানদার সামগ্রিকভাবে 0 লাভ অর্জন করবে। এই পৃথিবীর ক্রয়মূল্য একটি রেডিওর ক্রয় মূল্যের 3গুন?
A. 50%
B. 30%
C. 60%
D. 40%
৬. উর্ধ্বগামী স্রোতের 60 কিলোমিটার দূরত্বে যাওয়ার জন্য একটি রোয়ারের 8 ঘণ্টা সময় লাগে এবং মাত্র 5 ঘন্টা সময় লাগে ওই একই দুরত্ব নিম্নগামী স্রোতে অতিক্রম করতে। স্থির জলে রোয়ার এর গতি কি ছিল?
A. 9.5 km/h
B. 9.25 km/h
C. 9.80 km/h
D. 9.75 km/h
৭. 42cm ব্যাস এর একটি নিরেট ধাতবকে গোলোককে গলানো হলো এবং এটি থেকে একটি তার তৈরি করা হলো যার ব্যাস 7mm। তার এর দৈর্ঘ্য কত?
A. 1008 m
B. 2016m
C. 2016cm
D. 1008 cm
৮. একটি প্ল্যাটফর্মের উপর থেকে 50√3 m দূরে অবস্থিত একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোণ হলো 30°। যদি টাওয়ারটি 60 m উঁচু হয়, তাহলে প্লাটফর্মের উচ্চতা কি ছিল?
A. 10m
B. 40m
C. 45√3
D. 20√3
৯. বার্ষিক 4.5% সরল সুদের হারে 5 বছরে 4600 টাকার অর্থ রাশি কত পরিমাণ সুদ অর্জন করবে?
A. 1045
B. 1035
C. 1020
D. 1025
১০. এখন থেকে তিন বছর পর পান্নার বয়স ইউজিনের বয়সের তিনগুণ এর চেয়ে চার বছর কম হবে। তাদের বর্তমান বয়সের যোগফল হল 54 বছর। পান্নার বর্তমান বয়স কত?
A. 41
B. 36
C. 43
D. 39
উত্তর:- ১.C, ২. B, ৩. C ৪. B, ৫. D, ৬. D, ৭. A, ৮. A, ৯. B, ১০. A