গ্যাসের ধর্ম প্রশ্ন উত্তর | Properties of Gases all Questions and Answers in Bengali

 গ্যাসের ধর্ম প্রশ্ন উত্তর-:

Properties of Gases

হ্যালো,
                     আপনাদের সকলকে স্বাগত www.mocktestinbengali.in ওয়েবসাইটে। আজকের এই পর্বে শেয়ার করব গ্যাসের ধর্ম চ্যাপ্টার এর সমস্ত প্রশ্ন উত্তর।

গ্যাসের ধর্ম

১. গ্যাসের চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর: গ্যাসের চাপ মাপতে ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয়।

২. বায়ুমন্ডলের চাপ মাপাতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর: বায়ুমন্ডলের চাপ মাপতে ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়।

৩. গ্যাসের চাপ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট উষ্ণতায় আবদ্ধ পাত্রে রাখা কোন গ্যাস পাত্রের ভেতরের দেয়ালের একক ক্ষেত্রফ যুক্ত তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলে।

৪. বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?
উত্তর: কোন স্থানে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডলের যে ওজন পড়ে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে।

৫. কোনটিতে ব্যাপন ধর্ম লক্ষ্য করা যায়?
উত্তর: গ্যাসের ব্যাপন ধর্ম লক্ষ্য করা যায়।

৬. প্রমাণ উষ্ণতা কাকে বলে?
উত্তর: শূন্য ডিগ্রি সেলসিয়াস বা ২৭৩K উষ্ণতা কে প্রমাণ উষ্ণতা ধরা হয়।

৭. বয়েলের সূত্র টি লেখো?
উত্তর: স্থির উষ্ণতায়, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

৮. বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কি কি?
উত্তর: বয়েলের সূত্র ধ্রুবক দুটি হলো গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর।

৯. চার্লসের সূত্রটি টি লেখো?
উত্তর: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এর জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন ১/২৭৩ অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।

১০. চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি?
উত্তর: চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের চাপ এবং গ্যাসের ভর।

১১. পরম শূন্য উষ্ণতা কাকে বলে?
উত্তর: চার্লসের সূত্র অনুযায়ী, স্থির চাপে যে উষ্ণতায় সব দেশের আয়তন শূন্য হয়ে যায়, সেই সর্বনিম্ন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।

১২. সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত?
উত্তর: সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতার মান -২৭৩°C ।

১৩. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত?
উত্তর: ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান -৪৫৯.৫°F ।

১৪. আদর্শ গ্যাস কাকে বলে?
উত্তর: যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।

১৫. বাস্তব গ্যাস কাকে বলে?
উত্তর: বাস্তব ক্ষেত্রে দেখা যায় আমাদের পরিচিত গ্যাস গুলি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না। এইসব গ্যাসকে বাস্তব গ্যাস বলে।

১৬. উষ্ণতার পরম স্কেল কাকে বলে?
উত্তর: পরম শূন্য উষ্ণতা কে শূন্য ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রী ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার সমান করে মেপে বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতার যে স্কেল প্রণয়ন করেন তাকে উষ্ণতার পরম স্কেল বলে।

১৭. চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটি কি?
উত্তর: চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটি হল P1V1/T1=P2V2/T2 ( যেখানে গ্যাসের আয়তন, চাপ ও পরম উষ্ণতা যথাক্রমে V1,P1 এবং T1)

১৮. মুক্ত পথ কাকে বলে?
উত্তর: পরপর দুটি ধাক্কার মধ্যে একটি অনু যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে।

১৯. গ্যাসের চাপের উপর অনুগুলির গতির প্রভাব কি?
উত্তর: গ্যাসের চাপ অনুগুলির গতির উপর নির্ভর করে। অনুগুলির গতি বলে চাপ বাড়ে এবং গতি করলে চাপ কমে।

২০. গ্যাসের অনুগুলির গতির উপর উষ্ণতার প্রভাব কি?
উত্তর: অনুগুলির গতি বাড়লে গতিশক্তি বাড়ে এবং ওই বাড়তি গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় ফলে উষ্ণতা বেড়ে যায় এবং অনুগুলির গতি কমলে উষ্ণতা কমে যায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top