একনজরে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম | Gautam Buddha and Buddhism

 একনজরে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম

একনজরে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম 


হ্যালো,
          আপনাদের সকলকে স্বাগত। আজ শেয়ার করবো একনজরে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। সকল সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটা থেকে কমবেশি প্রশ্ন থাকে। সুতরাং আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া প্রশ্ন গুলো দেখে নাও।
১. কোন কোন গ্রন্থ থেকে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা যায়?
উত্তর: জাতক, সূত্তনিকায়, দীপবংশ, মহাবংশ, ললিতবিস্তার, বুদ্ধচরিত ইত্যাদি।

২. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: নেপালের কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে।

৩. গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: বৈশাখী পূর্ণিমা তিথিতে খ্রিস্টপূর্ব ৫৬৬ সালে।

৪. গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন?
উত্তর: শাক্য বংশে।

৫. গৌতম বুদ্ধের বাবার নাম কি?
উত্তর: শুদ্ধোধন।

৬. গৌতম বুদ্ধের মায়ের নাম কী?
উত্তর: মায়াদেবী।

৭. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী?
উত্তর: যশোধরা/গোপা।

৮. গৌতম বুদ্ধের ছেলের নাম কি?
উত্তর: রাহুল।

৯. গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিবাহ করেন?
উত্তর: ১৬ বছর।

১০. গৌতম বুদ্ধের গৃহত্যাগ কে কি বলা হয়?
উত্তর: মহাভিনিষ্ক্রমণ।

১১. “বুদ্ধ” শব্দের অর্থ কি?

উত্তর: জ্ঞানী বা আলোকপ্রাপ্ত।

১২. গৌতম বুদ্ধের আসল নাম কি?
উত্তর: সিদ্ধার্থ।

১৩. ‘এশিয়ার আলো’ কাকে বলা হয়?
উত্তর: গৌতম বুদ্ধকে।

১৪. গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেন?
উত্তর: সারনাথে।

১৫. গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচারের ঘটনা কে কি বলে?
উত্তর: ধর্মচক্র প্রবর্তন বলা হয়।

১৬. গৌতম বুদ্ধের প্রথম পাঁচজন শিষ্যের নাম লেখ?
উত্তর: ভদ্রিক,কৌন্ডিন্য , বাষ্প ও মহানাম।

১৭. গৌতম বুদ্ধের অন্যান্য কয়েকজন শিষ্যের নাম লেখ?
উত্তর: মগধ রাজ বিম্বিসার ও অজাতশত্রু, কোশলরাজ প্রসেনজিৎ ও তাঁর স্ত্রী মল্লিকা, অনাথপিন্ডক, উপালি, আম্রপালি প্রমুখ ।

১৮. গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল?
উত্তর: কন্টক।

১৯. গৌতম বুদ্ধ কবে এবং কোথায় দেহত্যাগ করেন?
উত্তর: খ্রিস্টপূর্ব ৪৮৬ সালে বৈশাখী পূর্ণিমা তিথিতে
গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?
উত্তর: কুশিনগরে।

২০. গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কে কি বলে?
উত্তর: মহাপরিনির্বাণ বলা হয়।

২১. গৌতম বুদ্ধের সারথির নাম কি?
উত্তর: চেন্না।

২২. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? 
উত্তর: ত্রিপিটক।

২৩. ‘ত্রিপিটক’ কোন ভাষায় লেখা?
উত্তর: পালি ভাষায়।

২৪. গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্মোপদেশ প্রদান করতেন?
উত্তর: প্রাকৃত ভাষায়।

২৫. ত্রিপিটক এর তিনটি পিটক কি কি?
উত্তর: বিনয়পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক।

২৬. আর্য সত্য, মহ্যিমপন্থা, অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ ও পঞ্চশীল কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত?
উত্তর: বৌদ্ধ ধর্ম।

২৭. ‘তথাগত’ নামে কে পরিচিত?

উত্তর: গৌতম বুদ্ধ।

২৮. প্রথম বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: খ্রিস্টপূর্ব ৪৮৩ সালে রাজগৃহে।

২৯. কোন রাজার রাজত্বকালে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: হর্ষঙ্ক বংশীয় রাজা অজাতশত্রুর রাজত্বকালে।

৩০. প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর: মহাকাশ্যপ।

৩১. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: খ্রিস্টপূর্ব ৩৮৩ সালে বৈশালীতে।

৩২. কোন রাজার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: কালাশোক বা কাকবর্ণর রাজত্বকালে।

৩৩. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর: সবাকামি।

৩৪. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: খ্রিস্টপূর্ব ২৫০ সালে পাটলিপুত্রে।

৩৫. কোন রাজার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: সম্রাট অশোকের রাজত্বকালে।

৩৬. তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর: মোগালিপুত্ত তিস্যা।

৩৭. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ৭২ খ্রিস্টাব্দে পেশোয়ারে মতান্তরে কাশ্মীরের জলন্ধরে।

৩৮. কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: কুষাণ সম্রাট কনিষ্ক এর রাজত্বকালে।

৩৯. চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর: বসুমিত্র।

৪০. গৌতম বুদ্ধ কোন গাছের নীচে নির্বাণ লাভ করেছিলেন?
উত্তর: পিপল গাছের নীচে।

৪১. গৌতম বুদ্ধ কোন নদীর তীরে নির্বাণ লাভ করেছিলেন?
উত্তর: নিরঞ্জনা নদী।

৪২. গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন?
উত্তর: ৩৫ বছর বয়সে।

৪৩. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলি প্রতিবাদী ধর্মের উদ্ভব ঘটেছিল?
উত্তর: ৬৩ টি।

৪৪. আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোসাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top