Math Mock Test in Bengali
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Math Mock Test In Bengali Part-45; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও। আজকের মক টেস্টের উত্তরগুলি নিচে দেওয়া আছে।
অংক মকটেস্ট পর্ব-৪৫
১. তিনটি পরস্পর মৌলিক সংখ্যার, প্রথম দুটি সংখ্যার গুনফল 551 এবং সেই দুটি সংখ্যার গুনফল 1073 । তিনটি সংখ্যার যোগফল কত?
A. 75
B. 81
C. 85
D. 89
২. 0.1×0.01×0.001=?
A. 0.0001
B. 0.00001
C. 0.000001
D. 0.0000001
৩. 40টি ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান 50। তার সর্বোচ্চ রান তার সর্বনিম্ন রানের চেয়ে 172 বেশি। যদি দুটি ইনিংস বাদ দেওয়া হয়, তাহলে বাকি 38 ইনিংসে তার গড় রান 48 হয়। খেলোয়াড়টির সর্বোচ্চ রান কত?
A. 165
B. 170
C. 172
D. 174
৫. আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি ও অপরদিকের 10% হ্রাস পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে?
A. 18% বৃদ্ধি
B. 8% বৃদ্ধি
C. 10% হ্রাস
D. 5% হ্রাস
৪. সুলেখা এবং অরুনিমার বয়সের অনুপাত 9:8 । পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:9। তাদের বয়সের পার্থক্য কত?
A. 4
B. 5
C. 6
D. 7
৬. একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে 76% হয় বালক। যদি বালিকারা সংখ্যা হয় 204, তবে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
A. 760
B. 800
C. 850
D. 900
৭. যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 96% হয়, তাহলে শতকরা লাভ কত?
A. 5.26%
B. 11.26%
C. 4.17%
D. 6.17%
৮. একটি দোকানে 80% দ্রব্য 10% লাভে বিক্রি হলো এবং বাকি দ্রব্য 40% ক্ষতিতে বিক্রি হলো। মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত?
A. 10% লাভ
B. 10% ক্ষতি
C. 5% ক্ষতি
D. লাভ বা ক্ষতি কোনোটিই নয়
৯. কোন জিনিসের ধার্য মূল্যের উপর পরপর তিনটি 20% ছার কোন একক ছাড়ের সমতুল্য?
A. 48.8%
B. 50.2%
C. 55.8%
D. 60%
১০. বর্গক্ষেত্রের বাহু 44 সেন্টিমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
A. 14 cm
B. 28 cm
C. 22 cm
D. 10.5 cm
উত্তর: ১.C, ২.C, ৩.D, ৪.B, ৫.B, ৬.C , ৭.C, ৮.D, ৯.A, ১০. B
অংক মক টেস্ট পর্ব- ৪৪ |