22 March Bengali Current Affairs
২২ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স
১. সম্প্রতি এন বীরেন সিং দ্বিতীয়বারের জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন জিতলেন?
A. মনিপুর
B. মিজোরাম
C. নাগাল্যান্ড
D. মেঘালয়
উত্তর: মনিপুর
২. 2022 Sportstar Aces Awards অনুষ্ঠানে পুরুষ বিভাগে ‘Sportstar of the Year’ অ্যাওয়ার্ড পেলেন কে?
A. কৃষ্ণ নাগর
B. প্রমোদ ভগৎ
C. নীরাজ চোপরা
D. আরিফ খান
উত্তর: নীরাজ চোপরা
৩. বিশ্ব জল দিবস কবে পালন করা হয়?
A. 21 মার্চ
B. 23 মার্চ
C. 22 মার্চ
D. 20 মার্চ
উত্তর: 22 মার্চ(এবছরের থিম- Groundwater, Making the Invisible Visible)
৪. 2022 Sportstar Aces Awards অনুষ্ঠানে মহিলা বিভাগে ‘Sportstar of the Year’ অ্যাওয়ার্ড পেলেন কে?
A. মিথালি রাজ
B. হারমানপ্রীত সিং
C. সবিতা পুনিয়া
D. মীরাবাঈ চানু
উত্তর: মীরাবাঈ চানু
৫. North Atlantic Treaty Organization (NATO) কোথায় ‘Cold Response 2022’ নামে মিলিটারি অনুশীলন শুরু করলো?
A. জার্মানি
B. সুইডেন
C. নরওয়ে
D. ইজরাইল
উত্তর: নরওয়ে
৬. কোন ভারতীয় ক্রিকেটার মালদ্বীপ সরকারের দ্বারা ‘Sports Icon’ অ্যাওয়ার্ড সম্মানিত হলেন?
A. সুরেশ রায়না
B. রোহিত শর্মা
C. এমএস ধোনি
D. বিরাট কোহলি
উত্তর: সুরেশ রায়না
৭. কবে পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন?
A. 23 মার্চ
B. 24 মার্চ
C. 25 মার্চ
D. 26 মার্চ
উত্তর: 23 মার্চ
৮. World Sparrow Day কবে পালিত হয় ?
A. 19 মার্চ
B. 20 মার্চ
C. 21 মার্চ
D. 22 মার্চ
উত্তর: 20 মার্চ
৯. সম্প্রতি ভারতের নবম যৌথ ‘LAMITIYE-2022’ সামরিক মহড়া কোন দেশের সাথে অনুষ্ঠিত হচ্ছে?
A. মাদাগাস্কার
B. মরিসাস
C. মালদ্বীপ
D. সেশেলস
উত্তর: সেশেলস
১০. গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে কে তার দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন?
A. মনোহর আজগাঁওকর
B. শ্রী মহারাজা সানজাওবা
C. শ্রীমতি এম সি মেরি
D. প্রমোদ সাওয়ান্ত
উত্তর: প্রমোদ সাওয়ান্ত
আরো পড়ুন: ২১ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স