19 March Current Affairs in Bengali
19 March Current Affairs in Bengali
১. ওয়াল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ২০২২ এ ভারতের স্থান কত?
A. ১২২
B. ১০৭
C. ১২
D. ১৩৬
উত্তর: ১৩৬(প্রথম স্থানে আছে ফিনল্যান্ড এবং দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক)
২. Sankara Award পেলেন কোন দাবা গ্রান্ড মাস্টার?
A. অভিমুন্য মিশ্র
B. রমেশবাবু প্রজ্ঞানন্ধ
C. হার্ষিত রাজা
D. বিশ্বনাথন আনন্দ
উত্তর: রমেশবাবু প্রজ্ঞানন্ধ
৩. AsiaOne Magazine- এর তরফ থেকে Covid-19 কমিটমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কে?
A. নরেন্দ্র মোদি
B. বি এস ইয়েদুরাপ্পা
C. মনোহর লাল খট্টার
D. এম কে স্টালিন
উত্তর: মনোহর লাল খট্টার
৪. More Than Just Surgery: Life Lessons Beyond The O.T- এই শিরোনামে বই লিখলেন কে?
A. ড. তেহেমটন উড়বারিয়া
B. ড. কমলেশ শর্মা
C. ড. কে এ সাদাত
D. ড. সোহান রায়
উত্তর: ড. তেহেমটন উড়বারিয়া
৫. 2022 M3M Hurun Global Rich List – প্রথম স্থানে আছেন কে?
A. মুকেশ আম্বানি
B. জেফ বেজোস
C. বার্নাড আর্নাল্ড
D. এলোন মাস্ক
উত্তর: এলোন মাস্ক (ভারত ও এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি)
৬. কবে কল্পনা চাওলা এর জন্মবার্ষিকী পালিত হয়েছে?
A. 15 মার্চ
B. 16 মার্চ
C. 17 মার্চ
D. 18 মার্চ
উত্তর: 17 মার্চ
৭. Ordance Factories Day- কবে পালিত হয়?
A. 15 মার্চ
B. 16 মার্চ
C. 17 মার্চ
D. 18 মার্চ
উত্তর: 18 মার্চ
৮. ইন্টার্নেশনাল ডে অফ ম্যাথামেটিক্স 2022 এর থিম কি ছিল?
A. Mathematics Unites!
B. Mathematics is Everywhere
C. Mathematics for a Better World
D. কোনটি নয়
উত্তর: Mathematics Unites!
৯. মহাত্মা গান্ধী গ্রীন ট্রায়াঙ্গেল- এর উন্মোচন করা হল কোথায়?
A. মাদাগাস্কার
B. ভিয়েতনাম
C. মালয়েশিয়া
D. ফিলিপাইন
উত্তর: মাদাগাস্কার
১০. 2022-2023 সালের জন্য CII Southern Region- এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে?
A. সুচিত্রা কে ইল্লা
B. ধৃতি রায়
C. সোমা গোপীনাথ
D. মাধবী পুরি
উত্তর: সুচিত্রা কে ইল্লা
আরো পড়ুন: ১৮ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স