18 March Current Affairs in Bengali | ১৮ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স

18 March Current Affairs in Bengali

18 March Current Affairs in Bengali

১৮ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স 

১. Karolina Bielawska, Miss World 2021 শিরোপা জিতলেন, তিনি কোন দেশের নাগরিক?
A. জার্মানি
B. পোল্যান্ড
C. আমেরিকা
D. সুইডেন

উত্তর: পোল্যান্ড 

২. সম্প্রতি প্রয়াত কুমুদবেন মনিশংকর যোশী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
A. অন্ধ্রপ্রদেশ
B. গুজরাট
C. অরুণাচল প্রদেশ
D. নাগাল্যান্ড

উত্তর: অন্ধ্রপ্রদেশ

৩. ৩৬ তম ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত হবে কোথায়?
A. চেন্নাই
B. মুম্বাই
C. কলকাতা
D. নিউ দিল্লি

উত্তর: নিউ দিল্লি

৪. SAFF U-18 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2022 শুরু হল কোথায়?
A. পুনে
B. লখনও
C. জামশেদপুর

D. জয়পুর

উত্তর: জামশেদপুর

৫. Rahul Bajaj: An Extraordinary Life – এই শিরোনামে জীবনী গ্রন্থটি লিখেছেন কে?
A. এম বিড়লা
B. প্রিয়ম গান্ধী
C. গীতা পিরামাল
D. মনোজ দেহাতি

উত্তর: গীতা পিরামাল

৬. কোন দেশ সম্প্রতি ইনস্টাগ্রামের প্রতিস্থাপন হিসেবে Rossgram চালু করার সিদ্ধান্ত নিয়েছে?
A. রাশিয়া
B. যুক্তরাজ্য
C. ইউক্রেন


D. আমেরিকা

উত্তর: রাশিয়া

৭. Miss World 2021 প্রতিযোগিতায় কোন অবস্থানে রয়েছে ভারত?
A. 5
B. 9
C. 11
D. 6

উত্তর: 11

৮. কোন দিনটিকে জাতিসংঘ ‘ইসলামোফোবিয়া প্রতিরোধের আন্তর্জাতিক দিবস’ হিসেবে ঘোষণা করেছে?
A. 11 মার্চ
B. 14 মার্চ
C. 15 মার্চ
D. 18 মার্চ

উত্তর: 15 মার্চ

৯. Nissan India কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে?
A. Shantanu Narayen
B. Sandip Neogi
C. Frank Torres
D. Takeyuki Ishida

উত্তর: Frank Torres

১০. বিকাশ রাজ কোন রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার হিসেবে নিহত হলেন সম্প্রতি?
A. তেলেঙ্গানা
B. পশ্চিমবঙ্গ
C. মেঘালয়
D. কর্ণাটক

উত্তর: তেলেঙ্গানা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top