18 March Current Affairs in Bengali
১৮ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স
১. Karolina Bielawska, Miss World 2021 শিরোপা জিতলেন, তিনি কোন দেশের নাগরিক?
A. জার্মানি
B. পোল্যান্ড
C. আমেরিকা
D. সুইডেন
উত্তর: পোল্যান্ড
২. সম্প্রতি প্রয়াত কুমুদবেন মনিশংকর যোশী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
A. অন্ধ্রপ্রদেশ
B. গুজরাট
C. অরুণাচল প্রদেশ
D. নাগাল্যান্ড
উত্তর: অন্ধ্রপ্রদেশ
৩. ৩৬ তম ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত হবে কোথায়?
A. চেন্নাই
B. মুম্বাই
C. কলকাতা
D. নিউ দিল্লি
উত্তর: নিউ দিল্লি
৪. SAFF U-18 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2022 শুরু হল কোথায়?
A. পুনে
B. লখনও
C. জামশেদপুর
D. জয়পুর
উত্তর: জামশেদপুর
৫. Rahul Bajaj: An Extraordinary Life – এই শিরোনামে জীবনী গ্রন্থটি লিখেছেন কে?
A. এম বিড়লা
B. প্রিয়ম গান্ধী
C. গীতা পিরামাল
D. মনোজ দেহাতি
উত্তর: গীতা পিরামাল
৬. কোন দেশ সম্প্রতি ইনস্টাগ্রামের প্রতিস্থাপন হিসেবে Rossgram চালু করার সিদ্ধান্ত নিয়েছে?
A. রাশিয়া
B. যুক্তরাজ্য
C. ইউক্রেন
D. আমেরিকা
উত্তর: রাশিয়া
৭. Miss World 2021 প্রতিযোগিতায় কোন অবস্থানে রয়েছে ভারত?
A. 5
B. 9
C. 11
D. 6
উত্তর: 11
৮. কোন দিনটিকে জাতিসংঘ ‘ইসলামোফোবিয়া প্রতিরোধের আন্তর্জাতিক দিবস’ হিসেবে ঘোষণা করেছে?
A. 11 মার্চ
B. 14 মার্চ
C. 15 মার্চ
D. 18 মার্চ
উত্তর: 15 মার্চ
৯. Nissan India কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে?
A. Shantanu Narayen
B. Sandip Neogi
C. Frank Torres
D. Takeyuki Ishida
উত্তর: Frank Torres
১০. বিকাশ রাজ কোন রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার হিসেবে নিহত হলেন সম্প্রতি?
A. তেলেঙ্গানা
B. পশ্চিমবঙ্গ
C. মেঘালয়
D. কর্ণাটক
উত্তর: তেলেঙ্গানা
আরো পড়ুন: ১৭ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স