17 March Current Affairs in Bengali | ১৭ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স

 17 March Current Affairs in Bengali

17 March Current Affairs in Bengali

১৭ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স 

১. FIDE Chess Olympiad 2022 হোস্ট করতে চলেছে কোন দেশ?
A. শ্রীলংকা
B. নরওয়ে
C. ভারত
D. চীন

উত্তর: ভারত (এটি অনুষ্ঠিত হবে চেন্নাই তে)

২. 31st Birla Award কোন প্রফেসর পাচ্ছেন?
A. নারায়ন প্রধান
B. সৌমিত্র বিশ্বাস
C. রাজীব কুমার
D. সুমন চক্রবর্তী

উত্তর: নারায়ন প্রধান (ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ে অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন)

৩. Asian Bank of the Year 2021 অ্যাওয়ার্ড কোন ভারতীয় ব্যাংক জিতল?
A. HDFC
B. ICICI
C. AXIS
D. SBI

উত্তর: AXIS Bank

৪. বিশ্বে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 250টি উইকেট নিলেন কে?
A. হরমনপ্রীত কৌর
B. মেগণ স্কট
C. শফি ইলস্টন
D. ঝুলন গোস্বামী

উত্তর: ঝুলন গোস্বামী

৫. কোথায় ভারতের প্রথম AI & Robotics Tecnology Park(ARTPARK) লঞ্চ করা হলো?
A. হায়দ্রাবাদ
B. বেঙ্গালুরু
C. মুম্বাই
D. চেন্নাই

উত্তর: বেঙ্গালুরু

৬. German Open Badminton 2022 এ লক্ষ্য সেন কোন পদক জিতেছে?
A. স্বর্ণ
B. রৌপ্য
C. ব্রোঞ্জ
D. কোনোটিই নয়

উত্তর: স্বর্ণ

৭. পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করেছেন?

A. আমন অরোরা
B. ভাগবন্ত মান
C. কুলটার সিং
D. হরপাল সিং

উত্তর: ভাগবন্ত মান

৮. Soli Sorabjee: Life and Times – বইটি কে লিখেছেন?
A. করুনা নুন্দী
B. গৌতম ভাটিয়া
C. অভিনব চন্দ্রচূড়
D. পিএন ভাগটি

উত্তর: অভিনব চন্দ্রচূড়

৯. কোন ব্রিটিশ পরিচালক সম্প্রতি নাইটহুড উপাধি পেয়েছেন?
A. স্টিভ ম্যাককুইন
B. রিচার্ড অ্যাটেনবরো
C. স্যাম মেন্দেস
D. ক্রিস্টোফার নোলান

উত্তর: স্টিভ ম্যাককুইন

১০. সম্প্রতি কোন WWE কিংবদন্তি মারা গেছেন?
A. পল উইট
B. স্কট হল
C. ম্যাট সিডাল
D. কেন

উত্তর: স্কট হল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top