Math Mock Test in Bengali
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Math Mock Test In Bengali Part-44; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও। আজকের মক টেস্টের উত্তরগুলি নিচে দেওয়া আছে।
অংক মকটেস্ট পর্ব-৪৪
১. বার্ষিক 12½% সুদের হারে 15000 টাকার 2 বছর শেষে প্রাপ্ত সরলসুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে?
A. 230.550 টাকা
B. 234.375 টাকা
C. 250.129 টাকা
D. 324.357 টাকা
২. পিটার 12000 টাকা বার্ষিক 10% সুদের হারে এবং অপর কিছু পরিমাণ অর্থ বার্ষিক 20% সরল সুদের হারে বিনিয়োগ করল। মোট বিনিয়োগ করা অর্থ থেকে বছর শেষে প্রাপ্ত মোট সুদের পরিমাণ বার্ষিক 14% । মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছে?
A. 20000 টাকা
B. 22000 টাকা
C. 24000 টাকা
D. 25000 টাকা
৩. 30 লিটার একটি মিশ্রণে যেখানে দুধ ও জলের অনুপাত 7:3 সেটিতে কত লিটার জল মেশালে মিশ্রণে জলের পরিমাণ 40% হবে?
A. 5
B. 2
C. 3
D. 8
৪. 280 মিটার দীর্ঘ একটি ট্রেন তার তিনগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফরমকে 50 সেকেন্ডে অতিক্রম করল ট্রেনটির গতিবেগ কত?
A. 60.48 কিমি/ঘন্টা
B. 64.86 কিমি/ঘন্টা
C. 80.64 কিমি/ঘন্টা
D. 82.38 কিমি/ঘন্টা
৫. এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের অনুকূলে 18 কিমি/ঘন্টা বেগে যেতে পারে। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত?
A. 14 কিমি/ঘন্টা*
B. 4 কিমি/ঘন্টা
C. 12 কিমি/ঘন্টা
D. 10 কিমি/ঘন্টা
৬. 12 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। যদি 8 জন লোক কাজটি করে কতদিন এ কাজটি শেষ হবে?
A. 28
B. 36
C. 48
D. 52
৭. তিনজন ব্যক্তি একটি ব্যবসার 3000 টাকা দিয়ে শুরু করলো। Q,P থেকে 600 টাকা কম বিনিয়োগ করল এবং R,Q থেকে 300 টাকা কম বিনিয়োগ করল। 886 টাকা লাভে Q এর ভাগ কত?
A. 443
B. 354.40
C. 265.80
D. 177.20
৮. তিনটি সংখ্যার সমষ্টি 116, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত 9:16 । আবার প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত 1:4, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত?
A. 8
B. 16
C. 64
D. 36
৯. যদি 400 টাকা দামের কোন দ্রব্য পরপর 10%, 25% ও 15% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে ক্রেতাকে আনুমানিক কত দাম দিতে হবে?
A. 229.50 টাকা
B. 270 টাকা
C. 300 টাকা
D. 360 টাকা
১০. একটি সোনার ব্রেসলেট 14500 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়। ব্রেসলেটটির ক্রয় মূল্য কত?
A. 18100
B. 16355
C. 18125
D. 18400
উত্তর – ১. B, 2. A, ৩. A, ৪. C, ৫. A ৬. B, ৭. C, ৮. D, ৯. A, ১০. C
অংক মক টেস্ট পর্ব- ৪৩ |