ভারতের খনিজ তৈল শোধনাগার তালিকা পিডিএফ | Oil Refineries in India
নমস্কার,
আজ শেয়ার করছি ভারতের খনিজ তৈল শোধনাগার তালিকা PDF | Oil Refineries in India । সমস্ত চাকরির পরীক্ষায় ক্ষেত্রেই এই পিডিএফটি খুবই উপযোগী। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই টপিকের মধ্যে একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে। সুতরাং আর দেরি না করে নিচে দেওয়া CLICK HERE TO DOWNLOAD বাটনে ক্লিক করে পিডিএফটি সংগ্রহ করে রাখুন।
ভারতের খনিজ তৈল শোধনাগার তালিকা
তৈল শোধনাগার | রাজ্য |
---|---|
মানালি | তামিলনাড়ু |
নারিমানাম | তামিলনাড়ু |
হলদিয়া | পশ্চিমবঙ্গ |
কোচিন | কেরালা |
নুনমাটি | আসাম |
ডিগবয় | আসাম |
বঙ্গাইগাও | আসাম |
নুমালিগড় | আসাম |
পানিপথ | হরিয়ানা |
পারাদ্বীপ | ওড়িশা |
ভাটিণ্ডা | পাঞ্জাব |
বারাউনি | বিহার |
ব্যাঙ্গালোর | কর্ণাটক |
বিশাখাপত্তানাম | অন্ধ্রপ্রদেশ |
তাতিপাকা | অন্ধ্রপ্রদেশ |
মথুরা | উত্তর প্রদেশ |
জামনগর | গুজরাট |
ভাদিনার | গুজরাট |
বিনা | অন্ধ্রপ্রদেশ |
মুম্বাই | মহারাষ্ট্র |
File Details:
File Name: ভারতের খনিজ তৈল শোধনাগার তালিকা PDF | Oil Refineries in India
No. of Pages: 2
File Size: 0.2 MB
Download: Click Here to Download