প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | Govt Jobs in West Bengal

 রাজ্য স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে সকল প্রার্থীর আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি কত শূন্য পদ রয়েছে এই সম্বন্ধে সমস্ত কিছু নিচে দেওয়া হল।

রাজ্য আশা কর্মী নিয়োগ


পদের নাম

১. আশা কর্মী


মোট পদ সংখ্যা : ১৬৪ টি(ব্লক অনুযায়ী শূন্যপদ নিচে দেওয়া আছে)


শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস বা মাধ্যমিকে অবর্তীর্ণ শুধুমাত্র মহিলা(বিবাহিতা, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন) প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।


বয়সের সীমা : প্রার্থীর বয়স ০১/০১/২০২২ তারিখে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এসটি ওবিসি এবং এসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।


জাতীয়তা : Must be Indian 


আবেদনপত্রের সঙ্গে যে প্রয়োজনীয় নথি গুলি দেবেন:- 

১. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট ও সার্টিফিকেট

২. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

৩. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

৪. বয়সের প্রমাণপত্র

৫. ভোটার কার্ড অথবা রেশন কার্ড

৬. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ফটো


আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনে এর মাধ্যমে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য একটি সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে তার উপরে ৫ টাকার ডাকটিকিট যোগ করে নির্দিষ্ট স্থানে সরাসরি জমা দিতে হবে। Application for the post of ASHA for……. village under…… এই লেখা টি খামের উপর বড় হাতে লিখতে হবে।


দরখাস্ত পাঠানোর ঠিকানা: আবেদনপত্রটি সরাসরি জমা দিতে হবে হেলথ সাব সেন্টারে।


নিয়োগের স্থান: হাওড়া জেলার অন্তর্গত উলুবেরিয়া মহাকুমা বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে এই পদে প্রার্থী নেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।


ব্লক অনুযায়ী শূন্যপদ– আমতা১- ১৪ টি, আমতা ২- ৫ টি, বাগনান ১- ৭ টি, বাগনান ২- ৩ টি, বালিজগাছা- ১৪ টি, জগৎবল্লভপুর- ১২ টি, শ্যামপুর ১- ৭ টি , শ্যামপুর ২- ৮ টি, ডোমজুড়- ২৭ টি, পাঁচলা- ১৩ টি, সাঁকরাইল- ১৯ টি, উলুবেড়িয়া১- ১৪ টি, উলুবেরিয়া ২- ১২ টি, উদয়নারায়নপুর- ৯ টি


আবেদনের শেষ তারিখ : ১৬/০৩/২০২২ তারিখ পর্যন্ত প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।


Official website: ক্লিক করুন


সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top