জাহাজ নির্মাণ কারখানা কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন পাবেন স্টাইপেন্ড

 ভারত সরকারের জাহাজ নির্মাণ কারখানা কোচিন শিপইয়ার্ড লিমিটেড এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে সকল প্রার্থীর আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি কত শূন্য পদ রয়েছে এই সম্বন্ধে সমস্ত কিছু নিচে দেওয়া হল।

পদের নাম : 

১. গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস 

২. টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস


মোট পদ সংখ্যা : 

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে মোট শূন্যপদ ৬৫ টি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৯ টি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ৬ টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ১২টি, মেরিন ইঞ্জিনিয়ারিং ৪ টি, সেফটি ইঞ্জিনিয়ারিং ৪ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং ১৪ টি, নভাল আর্কিটেকচার এন্ড শিপ বিল্ডিং ৩ টি, কম্পিউটার অ্যাপ্লিকেশন/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজী/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৫ টি)।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে মোট শূন্যপদ ৬৯ টি (ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ৮ টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৫ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং ১০ টি, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ৪ টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৫ টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৯ টি, কমার্শিয়াল প্রাক্টিসড ৮ টি)।


চাকরির খবর: রাজ্যের কৃষি বিভাগে মাধ্যমিক পাশেই কর্মী নিয়োগ




শিক্ষাগত যোগ্যতা : 

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেকনোলজিতে অথবা ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি থাকতে হবে।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশন বোর্ড অথবা টেস্ট কাউন্সিল থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স ডিগ্রি থাকতে হবে।


স্টাইপেন্ড: 

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রতিমাসে ১২০০০ টাকা স্টাইপেন্ড থাকবে।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রতি মাসে ১০২০০ টাকা করে স্টাইপেন্ড থাকবে।


বয়সের সীমা : দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীর জন্ম তারিখ ২৩/০২/২০০৪ অথবা এই তারিখের আগে হতে হবে।।


জাতীয়তা : Must be Indian 


প্রশিক্ষণের সময় কাল: এই পদগুলির ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে এক বছর।


চাকরির খবর: রাজ্যের লাইব্রেরীতে প্রচুর কর্মী নিয়োগ





আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে নিচে দেওয়া Apply Now বাটনে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীকে প্রথমে NATS এর ওয়েব পোর্টালে নাম রেজিস্টার করাতে হবে। তারপর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীকে নিজস্ব এবং বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে।


আবেদনের শেষ তারিখ : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ০৯/০৩/২০২২ তারিখ পর্যন্ত।


Official website: portal.mhrdnats.gov.in


সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন


Apply Now: Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top