ইন্ডিয়ান আর্মিতে নিয়োগের বিজ্ঞপ্তি | Indian Army Recruitment 2022 Last Date @joinindianarmy.nic.in

 Indian Army Recruitment 2022 @joinindianarmy.nic.in

ইন্ডিয়ান আর্মিতে ১৯১ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলারা এই পদের জন্য যোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি কত শূন্য পদ রয়েছে এই সম্বন্ধে সমস্ত কিছু নিচে দেওয়া হল।

Indian Army Recruitment 2022

দরখাস্ত নেওয়া শুরু:- ইতিমধ্যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে ।


আবেদনের পদ্ধতি : অনলাইন। যে সমস্ত প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে জমা করতে পারেন।


পদের নাম

১. SSC Tech Men 59th course 

২. SSC Tech Women 30th Course 

৩. Widows of Defence Personnel 




মোট পদ সংখ্যা : ১৯১ জন(SSC Tech Men 59th course এ শূন্যপদ- ১৭৫ টি, SSC Tech Women 30th Course এ শূন্যপদ- ১৪ টি,Widows of Defence Personnel এ শূন্যপদ- ২টি)


কর্মস্থল : India (ভারতবর্ষ)


শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ অথবা শেষ বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত প্রার্থীদের ০১ অক্টোবর ২০২২ এর মধ্যে সমস্ত সেমিস্টার/বছরের মার্কশিট সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পরীক্ষায় পাস করার প্রমাণ জমা দিতে হবে এবং ট্রেনিং শুরু হওয়ার তারিখ থেকে ১২ সপ্তাহের মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শংসাপত্র তৈরি করতে হবে। ট্রেনিং হবে অফিসার্স ট্রেনিং একাডেমী (OTA), চেন্নাই, (তামিলনাড়ু)।





বয়সের সীমা :(i) SSC Tech Men 59th course ও SSC Tech Women 30th Course এই পদ দুটির ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছর(জন্ম তারিখ হবে ০২ অক্টোবর ১৯৯৫ এবং ০১ অক্টোবর 2022 এরমধ্যে)


(ii) Widows of Defence Personnel এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে ০১ অক্টোবর 2022 অনুযায়ী।


জাতীয়তা : Must be Indian 


আবেদন শুরুর তারিখ : শুরু হয়ে গিয়েছে।

আবেদনের শেষ তারিখ (Indian Army Recruitment 2022 last date) : ০৮/০৪/২০২২( অনলাইনে আবেদনের শেষ তারিখ ০৬/০৪/২০২২)


Official website: ক্লিক করুন 


সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top