Math Mock Test in Bengali
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Math Mock Test In Bengali Part-40; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও। আজকের মক টেস্টের উত্তরগুলি নিচে দেওয়া আছে।
অংক মকটেস্ট পর্ব-৪০
১. দুটি সংখ্যার ল.সা.গু এবং গসাগু যোগফল এবং বিয়োগফল হল যথাক্রমে 592 এবং 518। যদি দুটির যোগফল 296 হয়, তাহলে সংখ্যা দুটি কত?
A.111,185
B.121,188
C.110,190
D.112,195
২. তিন অংকের দুটি সংখ্যার গসাগু হল 17 এবং লসাগু হলো 714 । সংখ্যা দুটির যোগফল কত?
A. 229
B. 292
C. 221
D. 121
৩. নিম্নলিখিত ভগ্নাংশ গুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি?
A. 15/16
B. 19/20
C. 24/25
D. 34/35
৪. 20 পয়সা এবং 25 পয়সার মোট 324 টি মুদ্রায় মোট 71 টাকা রয়েছে। 25 পয়সার কয়টি মুদ্রা রয়েছে?
A. 120
B. 124
C. 144
D. 200
৫. এক পরিবারে, বাবা এবং মায়ের বয়সের গড় 35 বছর। বাবা,মা এবং পুত্র মিলে গড় বয়স 27 বছর। তাহলে পুত্রের বয়স কত?
A. 10 বছর
B. 10.5 বছর
C. 11 বছর
D. 12 বছর
৬. P এবং Q এর গড় মাসিক আয় 5050 টাকা।Q এবং R এর গড় মাসিক আয় 6250 টাকা এবং P ও R এর গড় মাসিক আয় 5200 টাকা। P এর মাসিক আয় কত?
A. 3500
B. 4000
C. 4050
D. 5000
৭. পিতা ও পুত্রের বয়সের অনুপাত 17:7 । 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1 । পিতার বর্তমান বয়স কত?
A. 64
B. 51
C. 48
D. নির্ণয় করা যাবে না
৮. যদি একটি সংখ্যার অপর সংখ্যার 80% হয় এবং তাদের বর্গের সমষ্টির 4 গুন হয় 656, তবে সংখ্যা দুটি কত?
A. 4,5
B. 8,10
C. 16,20
D. 32,40
৯. একজন অশিক্ষিত ব্যবসায়ী তার সমস্ত জিনিসের ধার্য মূল্য, ক্রয় মূল্য থেকে 50% বেশি ধার্য করল এবং সে 25% লাভ করবে এই ভেবে ধার্য মূল্যের উপর 25% ছাড় দিলো তার প্রকৃত শতকরা লাভের পরিমাণ কত?
A. 12.50%
B. 12%
C. 25%
D. 50%
১০. 25 এবং 30 এর তৃতীয় অনুপাত নির্ণয় করো।
A. 36
B. 32
C. 34
D. 38
উত্তর: ১.A, ২.C, ৩.A, ৪.B, ৫.C, ৬.B, ৭.B, ৮. B, ৯.A, ১০. A
অঙ্ক মকটেস্ট পর্ব-39 | CLICK HERE |