রিজনিং প্রস্তুতি মক টেস্ট পর্ব-২৯ | Reasoning(GI) Mock Test in Bengali Part-29

 রিজনিং প্রস্তুতি মক টেস্ট

হ্যালো বন্ধুরা,

         আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Reasoning Mock Test In Bengali part-29; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও।

উত্তরগুলো পোষ্টের একদম নিচে দেওয়া আছে।

রিজনিং মকটেস্ট পর্ব-২৯

১. অজানা সংখ্যাটি নির্বাচন করুন।
5, 11, 17, 25,33,43 ?
A. 49
B. 51
C. 52
D. 53

২. প্রদত্ত অক্ষর শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্ণ (?) স্থানে উপযুক্ত কোন কোন অক্ষর গুলি বসবে তা নির্বাচন করুন।
CPK, FSN, IVQ, LYT, ?
A. OBW
B. OBY
C. PCX
D. PCY 

৩. P__R__S__QRR__
A. QPRS
B. QRPS
C. QRPP
D. QPSR


৪. কোন এক সাংকেতিক ভাষায় ‘FUTURE’ কে লেখা হয় ‘TURUEF’। তবে সেই ভাষায় EXCEPT কে কিভাবে লেখা হবে?
A. CEPEXT
B. XPCTEE
C. CXEPTE
D. CXPETE

৫. যদি ‘+’ মানে ‘-‘, ‘×’ মানে’÷’, ‘÷’ মানে ‘+’ এবং ‘-‘ মানে ‘×’, তাহলে 15×5+78-5÷4=?
A. -383
B. -460
C. -475
D. -743

৬. একজন প্রথমে 1 কিমি পূর্ব দিকে হাঁটলো। তারপর সে দক্ষিণ দিকে ঘুরে 5 কিমি গেলো। তারপর আবার সে পূর্ব দিকে ঘুরে 2 কিমি গেল আবার সে উত্তর দিকে ঘুরে 9 কিমি গেল। তার শুরুর স্থান থেকে সে এখন কত দূরে আছে?
A. 3
B. 4
C. 5
D. 7

৭. P হল Q এর ভাই,R হল P এর মা,S হল R এর বাবা। তবে S,Q এর সাথে কীভাবে সম্পর্কিত?
A. ঠাকুরদা
B. নাতি
C. কাকা
D. ভাইপো

৮. সঠিক দর্পণ প্রতিবিম্বটি নির্বাচন করুন।


৯. নিচের ছবি সাড়িটির পরবর্তী ছবিটি কি হবে তা বিকল্পগুলি থেকে নির্বাচন করুন।


১০. লুপ্ত সংখ্যাটি নির্বাচন করুন।


উত্তর:- ১.D, ২. A, ৩.B, ৪.D, ৫.A, ৬.C, ৭.A, ৮.A, ৯.B, ১০.C


রিজনিং মক টেস্ট পর্ব- ২৮ CLICK HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top