রিজনিং মক টেস্ট
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Reasoning Mock Test In Bengali part-30; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও।
উত্তরগুলো পোষ্টের একদম নিচে দেওয়া আছে।
রিজনিং মকটেস্ট পর্ব-৩০
১. অজানা সংখ্যাটি নির্বাচন করুন।
1,2,6,15,31,?
A. 49
B. 51
C. 52
D. 56
২. প্রদত্ত অক্ষর শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্ণ (?) স্থানে উপযুক্ত কোন কোন অক্ষর গুলি বসবে তা নির্বাচন করুন।
TU, ?,NO,XY
A. IJ
B. FG
C. DF
D. DE
৩. King: Throne::Rider:?
A. Chair
B. Horse
C. Seat
D. Saddle
৪. কোন এক সাংকেতিক ভাষায় ‘SOBER’ কে লেখা হয় ‘RNADQ’। তবে সেই ভাষায় LOTUS কে কিভাবে লেখা হবে?
A. KNSTR
B. MPUWT
C. KMSTR
D. LMRST
৫. অভিধানের ক্রম অনুসারে শব্দগুলি সাজান।
1.Regulate, 2.Remedy, 3.Reassemble, 4.Research
A.3,1,2,4
B. 1,2,3,4
C. 4,2,1,3
D. 1,3,4,2
৬. কতটি ‘8’ জোড় সংখ্যা দ্বারা অনুসরণ করা হয় এবং একটি বিজোড় সংখ্যার পূর্বে থাকে?
184381483287848568784186
A. 3
B. 4
C. 5
D. 7
৭. একজন মহিলা একজন পুরুষকে তার মায়ের ভাইয়ের ছেলে হিসাবে পরিচয় করিয়ে দেয়। পুরুষটি মহিলার সাথে কিভাবে সম্পর্কিত?
A. Nephew
B. Son
C. Cousin
D. Uncle
৮. সঠিক উত্তরটি ভেনচিত্রটি নির্বাচন করুন।
৯. নিচের চিত্রে, Cricketer এবং Sober ছেলেদের কোন সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়েছে?
উত্তর:- ১. D, 2. D, ৩. D, ৪. A, ৫. A, ৬. B, ৭. C, ৮. D, ৯.D, ১০.D,
রিজনিং মক টেস্ট পর্ব- ২৯ | CLICK HERE |