বনদপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | Forest Department Group-C Recruitment 2022

 বনদপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। মাল্টিটাস্কিং স্টাফ, ফরেস্ট গার্ড এবং ক্লার্ক সহ আরও বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো যে কোন জেলার যেকোনো নাগরিক মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই পদের জন্য যোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি কত শূন্য পদ রয়েছে এই সম্বন্ধে সমস্ত কিছু নিচে দেওয়া হল।

দরখাস্ত নেওয়া শুরু :- ইতিমধ্যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে ।


আবেদনের পদ্ধতি : অনলাইন


পদের নাম

১. মাল্টিটাস্কিং স্টাফ

২. লোয়ার ডিভিশন ক্লার্ক

৩. ফরেস্ট গার্ড

৪. টেকনিশিয়ান (প্লাম্বার, ইলেকট্রিক্যাল ও কার্পেন্টার)

৫. স্টেনোগ্রাফার

৬. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট


মোট পদ সংখ্যা : ৪২ জন(মাল্টিটাস্কিং স্টাফ 16 টি পদ, লোয়ার ডিভিশন ক্লার্ক 9 টি পদ, ফরেস্ট গার্ড তিনটি পদ, ইলেকট্রিশিয়ান তিনটি পদ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 9 টি পদ, স্টেনোগ্রাফার দুটি পদ)




কর্মস্থল : India (ভারতবর্ষ)


শিক্ষাগত যোগ্যতা : বিভিন্ন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গুলি নিচে দেওয়া হল।

মাল্টিটাস্কিং স্টাফ: মাধ্যমিক পাস


লোয়ার ডিভিশন ক্লার্ক: যে কোন স্বীকৃত বোর্ড থেকে পাস থাকতে হবে। এর সঙ্গে টাইপরাইটারে ইংরেজিতে প্রতি মিনিটে 30 টি অথবা হিন্দিতে ২৫ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।


ফরেস্ট গার্ড: উচ্চমাধ্যমিক পাশ বিজ্ঞান বিভাগ নিয়ে।


টেকনিশিয়ান: মাধ্যমিক পাস ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স করে থাকতে হবে।


টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বিজ্ঞান বিভাগ নিয়ে সঙ্গে বোটানি/জুলজি/বায়োটেকনোলজি/ফরেস্ট্রি বিষয় রেখে।





স্টেনোগ্রাফার: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ ও স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে হিন্দি অথবা ইংরেজীতে ৮০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স সম্পন্ন করা সার্টিফিকেট থাকতে হবে।


বয়সের সীমা : প্রার্থীর বয়স ৫/৩/২২ তারিখ হিসেবে মাল্টিটাস্কিং স্টাফ এর ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এর ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। ফরেস্ট গার্ড এর ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে।


জাতীয়তা : Must be Indian 


আবেদন মূল্য: আবেদন করার জন্য মোট ১৩০০(৫০০ টাকা এবং প্রসেসিং ফি হিসেবে ৮০০ টাকা) আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। মহিলা এসটি/এসসি, এবং এক্স সার্ভিস ম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি ৮০০ টাকা।


পেমেন্ট করার পদ্ধতি : ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে পারেন।


পরীক্ষার পদ্ধতি: MCQ টাইপের মোট 100 টি প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার নম্বর এর উপর ভিত্তি করে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদন শুরুর তারিখ : শুরু হয়ে গিয়েছে।

আবেদনের শেষ তারিখ : ০৫/০৩/২০২২


Official website: ক্লিক করুন 


সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top