পশ্চিমবঙ্গের লাইব্রেরীতে প্রচুর কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

 লাইব্রেরীতে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ লাইব্রেরী সার্ভিসেস । পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে সকল প্রার্থীর আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি কত শূন্য পদ রয়েছে এই সম্বন্ধে সমস্ত কিছু নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গের লাইব্রেরীতে কর্মী নিয়োগ

পদের নাম : 

১. লাইব্রেরী সার্ভিসেস ডাইরেক্টর


মোট পদ সংখ্যা : ৫০ টি (ডিপুটি প্রার্থীদের জন্য 15 টি এবং নবীনদের জন্য 35 টি)। ডিপুটি প্রার্থীদের মধ্যে রয়েছে পাবলিক লাইব্রেরী, সরকারি/স্পন্সর লাইব্রেরী, পশ্চিমবঙ্গের সাহায্যপ্রাপ্ত পাবলিক লাইব্রেরী থেকে আগত প্রার্থীরা।


শিক্ষাগত যোগ্যতা : ডেপুটি প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে এবং নবীন প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।


বয়সের সীমা : প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


জাতীয়তা : Must be Indian 


আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনে এর মাধ্যমে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করবার পর প্রিন্ট আউট করে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিসহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।


চাকরির খবর: বনদপ্তরে কর্মী নিয়োগ


ডেপুটি প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নথি:- 

১. সংশ্লিষ্ট জেলা গ্রন্থাগার কর্মকর্তা/সহকারী জেলার গ্রন্থাগার কর্মকর্তার সুপারিশ পত্র

২. দায়িত্বশীলের মূল আবেদন

৩. পদাধিকারীর নিয়োগ পত্রের কপি

৪. LLA এর সুপারিশের অনুলিপি

৫. পদাধিকারীর যোগদান পত্রের কপি

৬. সেল্ফ অ্যাটেস্টেড করার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, অ্যাডমিট ও সার্টিফিকেট

৭. সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস

৮. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

৯. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ফটো

১০. রেসিডেন্সিয়াল প্রুফ (ভোটার কার্ড/রেশন কার্ড/এক্সচেঞ্জ কার্ড)


নবীন প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নথি:- 

১.সেল্ফ অ্যাটেস্টেড করার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, অ্যাডমিট ও সার্টিফিকেট

২. সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস

৩. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

৪. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ফটো

৫. রেসিডেন্সিয়াল প্রুফ (ভোটার কার্ড/রেশন কার্ড/এক্সচেঞ্জ কার্ড)


চাকরির খবর: রেশম বন্ধু পদে নিয়োগ


দরখাস্ত পাঠানোর ঠিকানা: To The Principal, People’s (Janata) Govt. College, Banipur, North 24 Pgs, Pin- 743233



ট্রেনিং বিবরণ: ৬ মাস প্রশিক্ষণ দেওয়া হবে এবং দূরবর্তী পরীক্ষার্থীর জন্য বাসস্থান(নিজস্ব খরচে থাকার ব্যবস্থা) প্রদান করা হবে।


আবেদনের শেষ তারিখ : ১৭/০৩/২০২২ বিকাল ৪ টা পর্যন্ত।



সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন


আবেদন ফর্ম: ক্লিক করুন


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top