ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর PDF | International Airport in India PDF
নমস্কার,
আজ শেয়ার করছি ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর PDF | International Airport in India PDF। কমবেশি সমস্ত চাকরির পরীক্ষায় ক্ষেত্রেই এই পিডিএফটি খুবই উপযোগী। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই টপিকের মধ্যে একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে। সুতরাং আর দেরি না করে নিচে দেওয়া CLICK HERE TO DOWNLOAD বাটনে ক্লিক করে পিডিএফটি সংগ্রহ করে রাখুন।
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দর | অবস্থিত |
---|---|
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর | কলকাতা, পশ্চিমবঙ্গ |
বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর | শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ |
লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর | গুয়াহাটি, আসাম |
সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর | আহমেদাবাদ, গুজরাট |
সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর | সুরাট, গুজরাট |
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | সালাম, নিউ দিল্লি |
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর | জয়পুর, রাজস্থান |
ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর | মুম্বাই, মহারাষ্ট্র |
ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর | নাগপুর, মহারাষ্ট্র |
পুনে আন্তর্জাতিক বিমানবন্দর | পুনে, মহারাষ্ট্র |
লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর | বারানসী, উত্তর প্রদেশ |
ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর | ম্যাঙ্গালোর, কর্ণাটক |
চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর | লখনউ, উত্তর প্রদেশ |
কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর | ব্যাঙ্গালুরু, কর্ণাটক |
শ্রী গুরু রামদাস জী আন্তর্জাতিক বিমানবন্দর | অমৃতসর, পাঞ্জাব |
বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর | ভুবনেশ্বর, উড়িশা |
দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর | ইন্দোর, মধ্যপ্রদেশ |
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
চন্ডিগড় আন্তর্জাতিক বিমানবন্দর | চন্ডীগড় |
গয়া বিমানবন্দর | গয়া, বিহার |
কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর | কেজিকোড, কেরালা |
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর | কোচি, কেরালা |
ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর | ইম্ফল, মনিপুর |
ডাবোলিন এয়ারপোর্ট | গোয়া |
বিজয়ওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দর | গন্নাভারাম , অন্ধ্রপ্রদেশ |
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর | চেন্নাই, তামিলনাড়ু |
ত্রিভান্দুম আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুবন্তপুরম, কেরালা |
কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর | কোয়েম্বাটুর, তামিলনাড়ু |
তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুচিরাপল্লী, তামিলনাড়ু |
মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর | মাদুরাই, তামিলনাড়ু |
বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর | পোর্টব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর | কান্নুর, কেরালা |
শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর | শ্রীনগর, জম্বু ও কাশ্মীর |
কিছু নমুনা প্রশ্ন-:
প্রশ্ন: সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: সুরাট, গুজরাট
প্রশ্ন: লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: বারানসী, উত্তর প্রদেশ
প্রশ্ন: নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতা, পশ্চিমবঙ্গ
প্রশ্ন: বিশাখা পত্তানাম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন: কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর টি কোথায় অবস্থিত?
উত্তর: কোচি, কেরালা
প্রশ্ন: ডাবোলিন এয়ারপোর্ট কোথায় অবস্থিত?
উত্তর: গোয়া
প্রশ্ন: চন্ডিগড় আন্তর্জাতিক বিমানবন্দর টি কোথায় অবস্থিত?
উত্তর: চন্ডিগড়
প্রশ্ন: বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর টি কোথায় অবস্থিত?
উত্তর: পোর্টব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
প্রশ্ন: কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: কান্নুর, কেরালা
প্রশ্ন: চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: চেন্নাই, তামিলনাড়ু
প্রশ্ন: তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: তিরুচিরাপল্লী, তামিলনাড়ু
প্রশ্ন: দেবী অহল্যাবাই হোলগার বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোর, মধ্যপ্রদেশ
প্রশ্ন: বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: গন্নাভারাম, অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন: চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: লখনৌ, উত্তর প্রদেশ
প্রশ্ন: ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: মুম্বাই, মহারাষ্ট্র
প্রশ্ন: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: পালাম, নিউ দিল্লি
File Details:
File Name: ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর PDF
No. of Pages: 2
File Size: 0.3 MB
Download: Click Here to Download