চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF
নমস্কার,
আজ শেয়ার করছি চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF। কমবেশি সমস্ত চাকরির পরীক্ষায় ক্ষেত্রেই এই পিডিএফটি খুবই উপযোগী। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই টপিকের মধ্যে একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে। সুতরাং আর দেরি না করে নিচে দেওয়া CLICK HERE TO DOWNLOAD বাটনে ক্লিক করে পিডিএফটি সংগ্রহ করে রাখুন।
চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
চোখের অংশ | অবস্থান | কাজ |
---|---|---|
আইরিস | কর্নিয়ার পিছনে ও লেন্সের সামনে | তারা রন্ধ্রের ব্যাস ছোট বড় করে অক্ষিগোলকে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে |
কর্নিয়া | অক্ষিগোলকের সম্মুখভাগ | প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে এবং অক্ষিগোলকে আলো প্রবেশে সাহায্য করে |
লেন্স | আইরিসের পশ্চাদ্ভাগ | আলোর প্রতিসরণ ঘটায় এবং রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে |
পিউপিল | আইরিসের মধ্যভাগ | এর মধ্য দিয়ে আলো অক্ষিগোলকে প্রবেশ করে |
স্ক্লেরা | অক্ষিগোলকের পশ্চাদ্ভাগ | অক্ষিগোলকের আকৃতি প্রদান করে এবং বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করে |
রেটিনা | অক্ষিগোলকের পশ্চাদ্ভাগ | বস্তুর প্রতিবিম্ব গঠন করে এবং বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে |
কোরয়েড | অক্ষিগোলকের পশ্চাদ্ভাগ | আলোর প্রতিফলন রোধ করে এবং চোখের বিভিন্ন আবরক স্তরে পুষ্টি সরবরাহ করে |
কনজাংটিভা | কর্নিয়ার বাইরের আচ্ছাদন | কর্নিয়া কে রক্ষা করে |
অশ্রুগ্রন্থি | অক্ষিকোটরের উপরিতল | অক্ষিগোলক সিক্ত রাখা ও ব্যাকটেরিয়া ধ্বংস করা |
অ্যাকুয়াস হিউমার | কর্নিয়া ও লেন্সের মধ্যভাগ | অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপ বজায় রাখে এবং পুষ্টি সরবরাহ করে |
ভিট্রিয়াস হিউমার | লেন্স ও রেটিনার মাঝে | প্রতিসারক মাধ্যম ও অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপের সাম্য বজায় রাখা |
সিলিয়ারি বডি | লেন্স ও রেটিনার মাঝে | লেন্সের উপযোজনে সাহায্য করে |
ইয়োলো স্পট | রেটিনার উপরিভাগ | সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় |
ব্লাইন্ড স্পট | রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থল | এখানে প্রতিবিম্ব গঠিত হয় না |
রড কোশ | রেটিনা | কম আলোতে দেখতে সাহায্য করে |
কোণ কোশ | রেটিনা | এর মাধ্যমে উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে |
File Details:
File Name: চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF
No. of Pages: 2
File Size: 0.3 MB
Download: Click Here to Download