বিভিন্ন উপক্ষার ও তার অর্থকারী গুরুত্ব PDF
নমস্কার,
আজ শেয়ার করছি বিভিন্ন উপক্ষার ও তার অর্থকারী গুরুত্ব PDF। কমবেশি সমস্ত চাকরির পরীক্ষায় ক্ষেত্রেই এই পিডিএফটি খুবই উপযোগী। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই টপিকের মধ্যে একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে। সুতরাং আর দেরি না করে নিচে দেওয়া CLICK HERE TO DOWNLOAD বাটনে ক্লিক করে পিডিএফটি সংগ্রহ করে রাখুন।
বিভিন্ন উপক্ষার ও তার অর্থকারী গুরুত্ব
উপক্ষার | উৎস | অর্থকারী গুরুত্ব |
---|---|---|
রেসারপিন | সর্পগন্ধা গাছের ছাল ও মূল | উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ |
ডাটুরিন | ধুতুরা গাছের পাতা ও ফল | হাঁপানির ঔষধ |
কুইনাইন | সিঙ্কোনা গাছের ছাল | ম্যালেরিয়ার ঔষধ |
মরফিন | আফিম গাছের কাঁচা ফল | ঘুম ও বেদনানাশক ওষুধ |
ক্যাফিন | কফি গাছের বীজ | ব্যথা উপশমকারী ওষুধ |
অ্যাট্রোপিন | বেলেডোনা গাছের পাতা ও মূল | রক্তচাপ বৃদ্ধিতেও স্নায়ুকে উদ্দীপিতকারি ওষুধ |
ট্যানিন | চা গাছের পাতা | অবসাদ দূর করতে |
পিপারিন | গোলমরিচ | মৃগী রোগের ঔষধ |
নিকোটিন | তামাক গাছের পাতা | মাদকদ্রব্য তৈরিতে |
ক্যামটোথেনিস | ক্যাম্পটোথেকা গাছের ছাল | ক্যান্সার নিরাময়কারী ওষুধ |
অ্যারেকোলিন | সুপারি বীজ | সিজোফ্রিনিয়া রোগের ওষুধ |
কোকেইন | কোকা গাছ | মাদকদ্রব্য |
স্ট্রিকনিন | কুঁচেলা গাছের বীজ | পেটের পীড়ার ওষুধ |
বার্বারিন | আফিম গাছ সহ অন্যান্য | স্মৃতিভ্রংশ এবং স্নায়বিক রোগ নিরাময় |
এমিটিন | ইপিকাক গাছের মূল | বমিভাব উদ্রেককারী ও পেটের সমস্যা |
ডিজিটালিন | ডিজিটালিস গাছের পাতা | হৃদপিন্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনতে |
কিছু নমুনা প্রশ্ন:
প্রশ্ন: রেসারপিন উপক্ষারটি কোন গাছ থেকে পাওয়া যায়?
উত্তর: সর্পগন্ধা গাছের ছাল ও মূল
প্রশ্ন: ম্যালেরিয়া রোগের ঔষধ হিসেবে কোন উপক্ষার ব্যবহৃত হয়?
উত্তর: কুইনাইন
প্রশ্ন: ট্যানিন উপক্ষার উৎস কি?
উত্তর: চা গাছের পাতা
প্রশ্ন: ক্যাফিন উপক্ষারটি কোথা থেকে পাওয়া যায়?
উত্তর: কফি গাছের বীজ
প্রশ্ন: হাঁপানি রোগের উপশমে কোন উপক্ষার ব্যবহৃত হয়?
উত্তর: ডাটুরিন
প্রশ্ন: মরফিন উপক্ষার কোথা থেকে পাওয়া যায়?
উত্তর: আফিম গাছের কাঁচা ফল
প্রশ্ন: তামাক গাছের পাতায় কোন উপক্ষার পাওয়া যায়?
উত্তর: নিকোটিন
প্রশ্ন: বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে কোন উপক্ষার পাওয়া যায়?
উত্তর: অ্যাট্রোপিন
File Details:
File Name: বিভিন্ন উপক্ষার ও তার অর্থকারী গুরুত্ব PDF
File Format: PDF
No. of Pages: 2
File Size: 0.3 MB
Download: Click Here to Download