পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প PDF | Schemes and Projects of West Bengal in Bengali PDF
নমস্কার,
আজ শেয়ার করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প PDF | Schemes and Projects of West Bengal in Bengali PDF। কমবেশি সমস্ত চাকরির পরীক্ষায় ক্ষেত্রেই এই পিডিএফটি খুবই উপযোগী। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই টপিকের মধ্যে একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে। সুতরাং আর দেরি না করে নিচে দেওয়া CLICK HERE TO DOWNLOAD বাটনে ক্লিক করে পিডিএফটি সংগ্রহ করে রাখুন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প
প্রকল্প | উদ্দেশ্য | সাল |
---|---|---|
মাতৃযান | প্রসূতি মহিলাদের হাসপাতলে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা | 2011 |
কন্যাশ্রী | বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। 13-18 বছর বয়স পর্যন্ত 1000 টাকা বার্ষিক এবং 18 বছর বয়সে এককালীন 25 হাজার টাকা দেওয়া হয় | 2013 |
মধুর স্নেহ | মিউম্যান মিল্ক ব্যাংক | 2013 |
যুবশ্রী | রাজ্যের শ্রমদপ্তর এর অধীন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভূক্তদের 1500 টাকা করে প্রতিমাসে ভাতা প্রদান | 2013 |
শিশুসাথী | দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রপ্রচার বিনামূল্যে করার ব্যবস্থা | 2013 |
গতিধারা | কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান | 2014 |
ঐক্যশ্রী | সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান | 2014 |
শিক্ষাশ্রী | পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান | 2014 |
কর্মতীর্থ | স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি | 2014 |
সুফল বাংলা | চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া | 2014 |
সামাজিক সুরক্ষা যোজনা | দুর্ঘটনায় দরিদ্র পরিবারে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা প্রদান | 2014 |
মুক্তির আলো | আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা | 2015 |
সবুজ সাথী | নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান | 2015 |
স্বাস্থ্য সাথী | 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা প্রদান | 2016 |
খাদ্য সাথী | প্রকল্প আওতাভুক্ত দের মাথাপিছু দু টাকা কেজি দরে চাল ও গম প্রদান | 2016 |
উৎকর্ষ বাংলা | শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া | 2016 |
সবুজশ্রী | প্রতিটি শিশুকে জন্মের পরপর একটি মূল্যবান চারাগাছ দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে | 2016 |
সমব্যথী | দরিদ্র মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় 2 হাজার টাকা প্রদান | 2016 |
সেভ ড্রাইভ সেভ লাইফ | পথ দুর্ঘটনা আটকানো | 2016 |
মানবিক পেনশন | প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা প্রদান | 2018 |
রুপশ্রী | 18 বছরের মেয়েদের বিয়ের জন্য এককালীন 25 হাজার টাকা প্রদান | 2018 |
কৃষক বন্ধু | কৃষকদের আর্থিক অনুদান এবং দুই লক্ষ টাকার জীবন বীমা | 2019 |
জাগো প্রকল্প | স্বনির্ভর গোষ্ঠী কে বার্ষিক 5 হাজার টাকা প্রদান | 2019 |
দুয়ারে সরকার | রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া | 2020 |
স্নেহালয় | আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরীর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান | 2020 |
বাংলাশ্রী | ক্ষুদ্র ও মাঝারি শিল্প কে উৎসাহ প্রদান | 2020 |
কর্ম সাথী | বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে শনিবার করে তুলতে আর্থিক ঋণ প্রদান | 2020 |
হাসির আলো | গ্রামীণ ও শহর অঞ্চলের অত্যন্ত গরীব যারা তিন মাসে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা | 2028 |
পথশ্রী | পুরানো সড়কের মেরামত | 2020 |
বন্ধু প্রকল্প | 60 বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে এক হাজার টাকা করে বাধ্যক্য ভাতা প্রদান | 2020 |
স্নেহের পরশ | পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা প্রদান | 2020 |
চা সুন্দরী | চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া | 2020 |
লক্ষীর ভান্ডার | মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান | 2021 |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড | পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান | 2021 |
মা প্রকল্প | দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ও ভাত প্রদান | 2021 |
নিজ গৃহ নিজ ভূমি | রাজ্যের ভূমিহীন মানুষ আশ্রয় আশ্রয় কে কেন্দ্র করে জীবন-জীবিকার মানোন্নয়ন | *** |
গীতাঞ্জলি | প্রতিটি মানুষের জন্যই সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা | *** |
সবলা | কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়েছে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা | *** |
File Details:
File Name: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প PDF
No. of Pages: 4
File Size: 0.4 MB
Download: Click Here to Download