১০০টি গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | 100 General Science Questions in Bengali PDF
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। এই পোস্টটির নিচে তোমরা এই 100 টি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে।
১০০ টি বিজ্ঞানের প্রশ্ন
১.এক্স রশ্মি কে আবিষ্কার করেন?
উত্তর: উইলহেলম কনরাড রন্টজেন
২.গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে?
উত্তর: ক্লোরোপ্লাস্টে
৩.কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন?
উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার
৪.সিটা কোন প্রাণীর গমন অঙ্গের নাম?
উত্তর: কেঁচো
৫.ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কোন উৎসেচক থাকে?
উত্তর: লাইসোজোম
৬.হাইবারনেশন কি?
উত্তর: ব্যাঙের শীতঘুম কে হাইবারনেশন বলা হয়
৭.গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উত্তর: পিটুইটারি গ্রন্থি
৮.কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়?
উত্তর: রেইনগজ
৯.কোন ভিটামিন যকৃত সঞ্চিত হয়?
উত্তর: ভিটামিন এ ও ডি
১০.মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি?
উত্তর: এনামেল
১১.লুনার কস্টিক আসলে কি?
উত্তর: সিলভার নাইট্রেট
১২.বায়ুর আপেক্ষিক আদ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
উত্তর: হাইগ্রোমিটার
১৩.ধুমায়মান নাইট্রিক এসিডের রং কি?
উত্তর: বাদামি
১৪.নাইট্রাস অক্সাইড এর অপর নাম কি?
উত্তর: লাফিং গ্যাস
১৫.আয়নায় আমাদের বা হাতকে ডানহাত বলে মনে হয় কেন?
উত্তর: সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে।
১৬.প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি?
উত্তর: প্রতিবিম্ব দুই প্রকার। সদ বিম্ব ও অসদ বিম্ব
১৭.কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবন সনাক্ত করা হয়?
উত্তর: বলয় পরীক্ষা
১৮.অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি অক্সাইড তৈরি করে?
উত্তর: আম্লিক অক্সাইড
১৯.অক্সি অ্যাসিটিলিন শিখা তাপমাত্রা কত?
উত্তর: 3000 ডিগ্রী সেন্টিগ্রেড
২০.অক্সি হাইড্রোজেন শিখার তাপমাত্রা কত
উত্তর: 2000 ডিগ্রী সেন্টিগ্রেট?
২১.মার্বেল পাথরের রাসায়নিক নাম কি?
উত্তর: ক্যালসিয়াম কার্বনেট
২২.কুরি কিসের একক?
উত্তর: তেজস্ক্রিয়তা
২৩.যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্ফীত তাকে কি বলে?
উত্তর: অবতল লেন্স
২৪.মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি?
উত্তর: ফিমার
২৫.হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন?
উত্তর: বিজ্ঞানী ল্যাভয়সিয়ে
২৬.ফসজিন এর রাসায়নিক নাম কি
উত্তর: কার্বনিল ক্লোরাইড?
২৭.সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টি?
উত্তর: দুটি
২৮.পর্যায় সারণিতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
উত্তর: ফ্লোরিন
২৯.স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তর: ভিটামিন সি
৩০.লোহিত রক্ত কণিকার পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে?
উত্তর: পলিসাইথিমিয়া
৩১.হেপাটাইটিস বি কোন ঘটিত রোগ?
উত্তর: ডিএনএ
৩২.মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: হুগো দে ভ্রিস
৩৩.চোখের জলে কোন উৎসেচক থাকে?
উত্তর: লাইসোজাইম
৩৪.সদ্যোজাত শিশুদের প্রতি মিনিটে হৃদস্পন্দন কত?
উত্তর: 120 বার
৩৫.হরগোবিন্দ খোরানা কত সালে জেনেটিক কোড আবিষ্কার করেন?
উত্তর: 1966
৩৬.বিজ্ঞানী জেনার গুটিবসন্তের ভ্যাকসিন কত সালে আবিষ্কার করেন?
উত্তর: 1796
৩৭.সর্পগন্ধা গাছ থেকে কোন উপাক্ষার পাওয়া যায়?
উত্তর: রেসারপিন
৩৮.মায়োটোম পেশি কোন প্রাণীতে দেখা যায়?
উত্তর: মাছ
৩৯.মানবদেহে লালাগ্রন্থি সংখ্যা কয়টি?
উত্তর: তিন জোড়া
৪০.মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
উত্তর: ভেগাস স্নায়ু
৪১.গ্যাস্ট্রিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উত্তর: অগ্নাশয়
৪২.কোন স্তন্যপায়ী প্রাণীর RBC নিউক্লিয়াস যুক্ত?
উত্তর: উট
৪৩.কোন হরমোন রক্তচাপ বাড়ায়?
উত্তর: অ্যাড্রিনালিন
৪৪.অ্যাড্রিনালিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উত্তর: অ্যাড্রিনাল গ্রন্থি থেকে
৪৫. লেবুতে কোন এসিড থাকে?
উত্তর: সাইট্রিক এসিড
৪৬.টায়ালিন কোন জাতীয় খাদ্য পাচিত করে?
উত্তর: শ্বেতসার
৪৭.কে প্রথম কেঁচো কে কৃষকের বন্ধু বলেন?
উত্তর: ডারউইন
৪৮.পর্নকান্ড হলো একটি?
উত্তর: পরিবর্তিত কান্ড
৪৯.প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনক কে?
উত্তর: চার্লস ডারউইন
৫০.কুশিং বর্ণিত রোগ কোন হরমোনের অধিক ক্ষরণে হয়?
উত্তর: ACTH হরমোন
৫১.পার্থেনোকার্পি কি?
উত্তর: বীজবিহীন ফল উৎপাদনে কে বলা হয় পার্থেনোকার্পি
৫২.তেতুলে কোন এসিড থাকে?
উত্তর: টারটারিক অ্যাসিড
৫৩.আমলকিতে কোন এসিড থাকে?
উত্তর: অক্সালিক অ্যাসিড
৫৪.রেকটিফাইড স্পিরিট কি
উত্তর: 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ কে রেকটিফাইড স্পিরিট বলে
৫৫.সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন
৫৬.ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
উত্তর: টরিসেলি
৫৭.দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তর: গ্যালিলিও
৫৮.কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন?
উত্তর: ম্যাক্স প্লাঙ্ক
৫৯.ভূমিকম্পের তীব্রতা পরিমাপ যন্ত্রের নাম কি?
উত্তর: সিসমোগ্রাফ
৬০.পারসেক একক দিয়ে কি পরিমাপ করা হয়?
উত্তর: মহাকর্ষীয় দূরত্ব
৬১.চোখের কোন অংশ রঞ্জক থাকার জন্য চোখের রঙ কালো, বাদামি বা নীল হয়?
উত্তর: আইরিশ
৬২.স্থির অবস্থায় একটি বস্তুর থাকে?
উত্তর: শক্তি
৬৩.একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোন বস্তুকে নীচে ফেলা হলো। যাত্রার অর্থ পথে বস্তুটির থাকবে?
উত্তর: গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই
৬৪.বায়ুমন্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের রং কি হতো?
উত্তর: কালো
৬৫.তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর: হেনরি বেকারেল
৬৬.অ্যান্টিসেপটিক সার্জারি সূত্রপাত কে করেন?
উত্তর: জোসেফ লিস্টার
৬৭.1948 সালে গঠিত পরমাণু শক্তি কেন্দ্র কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: হোমি জাহাঙ্গীর ভাবা
৬৮.ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর: অ্যালবার্ট আইনস্টাইন
৬৯.ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ব্যাঙ্গালোর
৭০.চন্দ্রশেখর কে রমন এফেক্ট এর জন্য কত সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: 1930
৭১.পরমাণুর কেন্দ্রক কে আবিষ্কার করেন?
উত্তর: রাদারফোর্ড
৭২.ক্রেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন?
উত্তর: জগদীশচন্দ্র বসু
৭৩.E=mc² এই সূত্রটি কে আবিস্কার করেন?
উত্তর: অ্যালবার্ট আইনস্টাইন
৭৪.বসন্ত রোগের টিকা কে আবিস্কার করেন?
উত্তর: এডওয়ার্ড জেনার
৭৫.কে বলেছিলেন পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করে?
উত্তর: গ্যালিলিও
৭৬.নিউট্রন কে আবিষ্কার করেন?
উত্তর: জেমস চ্যাডউইক
৭৭.দ্য অরিজিন অফ স্পিসিস বইটি কে লেখেন?
উত্তর: চার্লস ডারউইন
৭৮.জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
উত্তর: 28 ফেব্রুয়ারি
৭৯.হাইড্রোজেন কে আবিষ্কার করেন?
উত্তর: হেনরি ক্যাভেন্ডিস
৮০.গতি সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর: নিউটন
৮১.জেনেটিক কোড কে আবিষ্কার করেন?
উত্তর: হরগোবিন্দ খোরানা
৮২.লাইসোজোম কে আবিষ্কার করেন?
উত্তর: সি ডি ডুবে
৮৩.প্রাকৃতিক নির্বাচন বাদ কে আবিষ্কার করেন?
উত্তর: ডারউইন
৮৪.লাইকেন কে আবিষ্কার করেন?
উত্তর: তুলাস্নে
৮৫.পেনিসিলিন কে আবিষ্কার করেন?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং
৮৬.ইনসুলিন কে আবিষ্কার করেন?
উত্তর: বেটিং এন্ড বেস্ট
৮৭.গামা রশ্মি কে আবিষ্কার করেন?
উত্তর: পল বিলার্ড
৮৮.অক্সিজেন কে আবিষ্কার করেন?
উত্তর: শীলে ও প্রীস্টলে
৮৯.মধ্যাকর্ষণের সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর: নিউটন
৯০.বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি
৯১.বৈদ্যুতিক হিটারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: গতিশক্তি থেকে তাপ শক্তি
৯২.লাউডস্পিকারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি
৯৩.বৈদ্যুতিক মোটরের কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি
৯৪.অল্টিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তর: উচ্চতা
৯৫.ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তর: বায়ুর চাপ
৯৬.উত্তল দর্পণ দ্বারা কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর: সোজা ও কাল্পনিক
৯৭.দাড়ি কামানোর আয়নায় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর: অবতল দর্পণ
৯৮.গাড়ির চালক কি ধরনের দর্পণ ব্যবহার করে?
উত্তর: উত্তল দর্পণ
৯৯.শব্দের তীক্ষ্ণতা কি এককে পরিমাপ করা হয়?
উত্তর: ডেসিবেল
১০০.মানুষের চোখের রেটিনায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর: বাস্তব ও অবশীর্ষ (উল্টানো)
File Details :
File Type : ১০০ টি গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
No. of Pages : 5
File Size : 1 mb