Math Mock Test In Bengali
![]() |
Matg mock test bengali part-37 |
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Math Mock Test In Bengali part-37; যেটি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে এখনি মক টেস্ট দেওয়া শুরু করে দাও।
আজকের মক টেস্টের কিছু নমুনা প্রশ্ন-
১.আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস এবং প্রস্থ 8% হ্রাস করা হলে, ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে?
২.একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো। যোগফল 75 হলে সংখ্যাটি কত?
৩.একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2, যদি পেন এর মূল্য, পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয়। তবে পেন্সিল এর মূল্য কত?
৪.একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিলেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী কে 4960 ভোটে পরাজিত করেন। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত?
৫.কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261 ,933 এবং 1381 কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে?
৬.বর্গক্ষেত্রের বাহু 11 সেন্টিমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
৭.A এবং B একটি কাজ যথাক্রমে 28 দিনে এবং 35 দিনে শেষ করে। যদি 10 দিন কাজ করার পর B চলে যায়, তবে বাকি কাজ A কতদিনে শেষ করবে?
৮.এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রয় করে। কিন্তু দ্রব্যটি পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তন 900 গ্রাম দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত?
৯.বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে, ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে?
১০.কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করে ওই পরিবারের জন্য বরাদ্দ খরচ কত কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
অংক মকটেস্ট পর্ব-৩৭
বিষয় | অঙ্ক |
সময় | ৯০ সেকেন্ড/প্রশ্ন |
পূর্ণমান | ১০ |
প্রশ্ন সংখ্যা | ১০ |
you’ll have 90 second to answer each question.
Time’s Up
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
অংক মকটেস্ট পর্ব- ৩৬ | CLICK HERE |