বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের বৃহত্তম রাজ্য PDF | Largest Producing States in India
নমস্কার,
আজ তোমাদের জন্য নিয়ে বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের বৃহত্তম রাজ্য PDF | Largest Producing States in India। কমবেশি সমস্ত চাকরির পরীক্ষায় ক্ষেত্রেই এই পিডিএফটি খুবই উপযোগী। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই টপিকের মধ্যে একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে। সুতরাং আর দেরি না করে নিচে দেওয়া CLICK HERE TO DOWNLOAD বাটনে ক্লিক করে পিডিএফটি সংগ্রহ করে রাখুন।
বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের বৃহত্তম রাজ্য
রাজ্য | পণ্যের নাম |
---|---|
পশ্চিমবঙ্গ | ধান |
পশ্চিমবঙ্গ | বেগুন |
পশ্চিমবঙ্গ | আনারস |
পশ্চিমবঙ্গ | পাট |
পশ্চিমবঙ্গ | শাকসবজি |
গুজরাট | তুলা |
জম্মু-কাশ্মীর | আপেল |
জম্মু-কাশ্মীর | কাজুবাদাম |
মহারাষ্ট্র | আঙুর |
মহারাষ্ট্র | কমলালেবু |
কর্ণাটক | কফি |
কর্ণাটক | সোনা |
উত্তর প্রদেশ | গম |
উত্তর প্রদেশ | চিনি |
উত্তর প্রদেশ | দুধ |
উত্তর প্রদেশ | তরমুজ |
উত্তর প্রদেশ | আম |
উত্তর প্রদেশ | আলু |
উত্তর প্রদেশ | আখ |
অন্ধ্রপ্রদেশ | অভ্র |
অন্ধ্রপ্রদেশ | লঙ্কা |
অন্ধ্রপ্রদেশ | তামাক |
অন্ধ্রপ্রদেশ | ইউরেনিয়াম |
তামিলনাড়ু | নারকেল |
তামিলনাড়ু | ম্যাগনেসিয়াম |
তামিলনাড়ু | কলা |
অসম | চা |
রাজস্থান | মিলেট |
রাজস্থান | রুপা |
কেরালা | রবার |
ওড়িশা | লোহা |
ওড়িশা | বক্সাইট |
ওড়িশা | ম্যাঙ্গানিজ |
ওড়িশা | অ্যালুমিনিয়াম |
ছত্রিশগড় | টিন |
ঝাড়খন্ড | কয়লা |
মধ্যপ্রদেশ | ডাল |
মধ্যপ্রদেশ | চুনাপাথর |
মধ্যপ্রদেশ | হীরা |
মধ্যপ্রদেশ | তামা |
মধ্যপ্রদেশ | তৈলবীজ |
মধ্যপ্রদেশ | ভুট্টা |
প্রশ্ন: ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গ
প্রশ্ন:গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: উত্তর প্রদেশ
প্রশ্ন: বক্সাইট উৎপাদনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর: ওড়িশা
প্রশ্ন: পাট উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গ
প্রশ্ন: রবার উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: কেরালা
প্রশ্ন: ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: ওড়িশা
প্রশ্ন: ইউরেনিয়াম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর:অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন: ম্যাগনেসিয়াম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: তামিলনাড়ু
প্রশ্ন: কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর: কর্ণাটক
প্রশ্ন: অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর: অন্ধ্রপ্রদেশ
FileDetails:
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব PDF
File Format: PDF
No. of Pages: 3
File Size: 0.3 MB
Download: Click Here to Download