WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি | WBPSC Assistant Professor Requirements Notice Full Details In Bengali

 পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (সহকারী অধ্যাপক) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। এই পদে মোট 48 জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইচ্ছুক প্রার্থীরা আগামী 29 শে জুলাই এর মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in আবেদন করতে পারেন।

দরখাস্ত নেওয়া শুরু:- ইতিমধ্যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে 9 জুলাই 2021 থেকে।

আবেদনের পদ্ধতি : অনলাইন

পদের নাম : ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

মোট পদ সংখ্যা : 48 জন

পদ: 1. সেরামিক টেকনোলজি (1)

2. সিভিল ইঞ্জিনিয়ারিং (7)

3. কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (3)

4. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (6)

5. ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (8)

6. ইনভারমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (1)

7. ইনফরমেশন টেকনোলজি (3)

8. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (13)

9. টেক্সটাইল টেকনোলজি (3)

10. টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন মানেজমেন্ট (3)

কর্মস্থল : India (ভারতবর্ষ)

বেতন : 15600 টাকা থেকে 39100 টাকা। এর সঙ্গে AGP 6000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা : 1) ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির জন্য: সংশ্লিষ্ট বিষয়ে B.E/B.Tech এবং M.E/ M.Tech বা সমতুল্য ডিগ্রী থাকতে হবে। এর সঙ্গে B.E/B.Tech বা M.E/ M.Tech এ ফাস্ট ক্লাস থাকতে হবে।

2)M.C.A এর জন্য: সংশ্লিষ্ট বিষয়ে B.E/B.Tech এবং M.E/ M.Tech বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে B.E/B.Tech বা M.E/ M.Tech এ ফাস্ট ক্লাস থাকতে হবে।

অথবা,

সংশ্লিষ্ট বিষয়ে B.E/B.Tech এবং M.E/ M.Tech বা সমতুল্য ডিগ্রী থাকতে হবে। এর সঙ্গে B.E/B.Tech বা M.E/ M.Tech এ ফাস্ট ক্লাস থাকতে হবে।

অথবা,

M.C.A ba সমতুল্য পরীক্ষায় ফার্স্ট ক্লাস সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে 36 বছরের মধ্যে 01.01.2021 এই তারিখ অনুযায়ী।

জাতীয়তা : Must be Indian 

আবেদন মূল্য: আবেদন করার জন্য 210 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।

পেমেন্ট করার পদ্ধতি : ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে পারেন।

আবেদন শুরুর তারিখ : শুরু হয়ে গিয়েছে 9 জুলাই, 2021 থেকে।

আবেদনের শেষ তারিখ : 29 জুলাই, 2021 পর্যন্ত।

আবেদন মূল্য জমা দেওয়ার শেষ দিন: 29 জুলাই, 2021

Official website: www.wbpsc.gov.in

সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top