ভারতীয় নৌ-বাহিনী মেট্রিক এন্ট্রি রিক্রুটস ক্যাটাগরিতে নাবিক (ব্যাচ অক্টোবর, ২০২১) পদে 350 জন অবিবাহিত ছেলে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। সমস্ত বিবরণ নিচে দেওয়া হল।
আবেদনের পদ্ধতি : অনলাইন
পদের নাম :
১. কুক (এই পদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবার তৈরি {নিরামিষ ও আমিষ} রান্না করতে হবে ও রেশনের হিসাব রাখতে হবে)
২. স্টুয়ার্ড (এই পদের ক্ষেত্রে ওয়েটার হাউসকিপিং,অফিসের মেসে খাবার সরবরাহ এবং স্টোর্সের বিভিন্ন রকম কাজ করতে হবে)
৩. হাইজিয়েনিস্ট (এই পদের ক্ষেত্রে টয়লেট পরিষ্কার সহ সাফাইওয়ালা কাজ করতে হবে)
মোট পদ সংখ্যা : ৩৫০
কর্মস্থল : India (ভারতবর্ষ)
বেতন : ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : ৫০% নাম্বার পেয়ে মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন।
বয়সের সীমা : প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১-৪-২০০১ থেকে ৩০-৯-২০০৪ এর মধ্যে।
জাতীয়তা : Must be Indian
পেমেন্ট করার পদ্ধতি : ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
নির্বাচনের পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য পাঠানো হবে ও পরীক্ষা হবে। এই পরিক্ষায় সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে ।তারপর ডাক্তারি পরীক্ষা হবে।
পরীক্ষার বিষয়: সম্পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় থাকবে তিনটি পেপার- অংক, জেনারেল সাইন্স, জেনেরাল নলেজ। সময় থাকবে 30 মিনিট।
শারীরিক সক্ষমতা পরীক্ষা: শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 7 মিনিটে 1.6 কিঃমিঃ দৌড়, ২০ বার ওঠ-বস ও ১০ বার পুশ-আপ।
আবেদন শুরুর তারিখ : ১৯ জূলাই
আবেদনের শেষ তারিখ : ২৩ জুলাই
অফিশিয়াল ওয়েবসাইট:- www.joinindiannavy.gov.in
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন