পোস্ট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি জারি -২৩৫৭ টি শূন্য পদে মাধ্যমিক পাসেই নিয়োগ

 রাজ্যে পোস্ট অফিস গুলোতে মাধ্যমিক পাশে ২৩৫৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। নিয়োগ করা হবে তিনটি বিভাগে। যেমন ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদে। এই পদগুলিতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারেন।

দরখাস্ত নেওয়া শুরু:- ইতিমধ্যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে ২০ জুলাই ২০২১ থেকে।

আবেদনের পদ্ধতি : অনলাইন

পদের নাম

১. ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)

২. অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)

৩. ডাক সেবক

মোট পদ সংখ্যা : ২৩৫৭ জন ( UR-১০০১ টি, EWS-১৯২ টি, OBC- ৪৯৬ টি, SC- ৪৮৭টি, ST-১২০টি, PWD-A – ৭টি, PWD-B -২৫ টি, PWD-C- ২৩ টি, PWD-DE – ৬ টি)

কর্মস্থল : India (ভারতবর্ষ)

বেতন : ব্রাঞ্চ পোস্টমাস্টার এর ক্ষেত্রে প্রতি মাসে ১২০০০-১৪৫০০ টাকা (৪ ঘন্টা কাজ করলে ১২০০০ টাকা এবং ৫ ঘণ্টা কাজ করলে ১৪৫০০ টাকা)। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এর ক্ষেত্রে প্রতিমাসে ১০০০০-১২০০০ টাকা (৪ ঘন্টা কাজ করলে ১০০০০ টাকা এবং ৫ ঘণ্টা কাজ করলে ১২০০০ টাকা)।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। এছাড়াও স্থানীয় ভাষা এবং কম্পিউটার বিষয় ৬০ দিনে কোর্স থাকতে হবে।

বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে ২০.৭.২০২১ এই তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

জাতীয়তা : Must be Indian 

আবেদন মূল্য: আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। মহিলা এবং এসটি/এসসি প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

পেমেন্ট করার পদ্ধতি : ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে পারেন।

আবেদন শুরুর তারিখ : শুরু হয়ে গিয়েছে ২০ জুলাই, ২০২১ থেকে।

আবেদনের শেষ তারিখ : ১০ আগস্ট, ২০২১ পর্যন্ত।

সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top