রাজ্যে পোস্ট অফিস গুলোতে মাধ্যমিক পাশে ২৩৫৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। নিয়োগ করা হবে তিনটি বিভাগে। যেমন ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদে। এই পদগুলিতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি : অনলাইন
পদের নাম :
১. ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)
২. অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)
৩. ডাক সেবক
মোট পদ সংখ্যা : ২৩৫৭ জন ( UR-১০০১ টি, EWS-১৯২ টি, OBC- ৪৯৬ টি, SC- ৪৮৭টি, ST-১২০টি, PWD-A – ৭টি, PWD-B -২৫ টি, PWD-C- ২৩ টি, PWD-DE – ৬ টি)
কর্মস্থল : India (ভারতবর্ষ)
বেতন : ব্রাঞ্চ পোস্টমাস্টার এর ক্ষেত্রে প্রতি মাসে ১২০০০-১৪৫০০ টাকা (৪ ঘন্টা কাজ করলে ১২০০০ টাকা এবং ৫ ঘণ্টা কাজ করলে ১৪৫০০ টাকা)। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এর ক্ষেত্রে প্রতিমাসে ১০০০০-১২০০০ টাকা (৪ ঘন্টা কাজ করলে ১০০০০ টাকা এবং ৫ ঘণ্টা কাজ করলে ১২০০০ টাকা)।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। এছাড়াও স্থানীয় ভাষা এবং কম্পিউটার বিষয় ৬০ দিনে কোর্স থাকতে হবে।
বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে ২০.৭.২০২১ এই তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
জাতীয়তা : Must be Indian
আবেদন মূল্য: আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। মহিলা এবং এসটি/এসসি প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
পেমেন্ট করার পদ্ধতি : ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে পারেন।
আবেদন শুরুর তারিখ : শুরু হয়ে গিয়েছে ২০ জুলাই, ২০২১ থেকে।
আবেদনের শেষ তারিখ : ১০ আগস্ট, ২০২১ পর্যন্ত।
সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করুন: ক্লিক করুন