GK 20-20 General Knowledge Questions In Bengali Part-31 For All Competitive Exams

 GK 20-20 GENERAL KNOWLEDGE QUESTIONS:-

Gk 20-20 general knowledge questions in Bengali part-31

আজ আমারা তোমাদের জন্য নিয়ে এসেছি GK 20-20 PART-31।এই প্রশ্ন গুলি সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযোগী।


জিকে 20-20 পর্ব-31

1.AC থেকে DC তে পরিবর্তন কিসের সাহায্যে করা হয়?

➡️ রেক্টিফায়ার দ্বারা

2.লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ? 

➡️নাইট্রাস অক্সাইড

3.অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ কি ? 

➡️এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ

4.লেবুর রসে কোন অ্যাসিড থাকে ? 

➡️ সাইট্রিক অ্যাসিড

5. কমলালেবুতে কোন অ্যাসিড থাকে ?

➡️ অ্যাসকরবিক অ্যাসিড

6. তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? 

➡️ টারটারিক এসিড

7. দুধে কোন অ্যাসিড থাকে ? 

➡️ ল্যাকটিক অ্যাসিড

8. আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ? 

➡️ টারটারিক অ্যাসিড

9. আপেলে কোন এসিড থাকে ? 

➡️ ম্যালিক অ্যাসিড

10. আমলকিতে কোন অ্যাসিড থাকে ? 

➡️ অক্সালিক অ্যাসিড 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top