GK 20-20 GENERAL KNOWLEDGE QUESTIONS IN BENGALI PART-30 FOR ALL COMPETITIVE EXAMS

 GK 20-20 GK QUESTIONS IN BENGALI-:

Gk 20-20 gk questions in Bengali part-30

আজ আমারা তোমাদের জন্য নিয়ে এসেছি GK 20-20 PART-30।এই প্রশ্ন গুলি সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযোগী।


জিকে 20-20 পর্ব-30

1.কে গদর পার্টির প্রতিষ্ঠা করেন ? 

 ➡️লালা হরদয়াল 

2.কাকে গান্ধী বুড়ি বলা হয় ? 

 ➡️মাতঙ্গিনী হাজরা

3.আয়তনে ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?

 ➡️ভ্যাটিকান সিটি

4.ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

 ➡️ লর্ড মাউন্টব্যাটেন 

5.কে কুনিক উপাধি গ্রহণ করেন ? 

➡️ অজাতশত্রু 

6.সোলার সিস্টেম কে আবিষ্কার করেন ?

 ➡️কোপার্নিকাস

7.আমন ব্রিজ কোন দেশ দুটিকে যুক্ত করেছে ?

➡️ ভারত ও পাকিস্তান

8. ভারত ছাড়াে আন্দোলনের সূচনা করেন কে ? 

➡️গান্ধীজি 

9.পৃথিবীর শীতলতম স্থান কোনটি?

➡️ সাইবেরিয়া ( ভারখয়ানস্ক )

10.কোন মহাসাগরে বেরিং স্রোত দেখা যায় ?

➡️ প্রশান্ত মহাসাগরে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top