8 FEBRUARY CURRENT AFFAIRS IN BENGALI-:
![]() |
8 February 2021 current affairs in Bengali |
8 FEBRUARY
1.তেলেঙ্গানা সরকার বৈদ্যুতিক যানবাহনের জন্য কোনাে রেজিস্ট্রেশন এবং রােড ট্যাক্স না নেওয়ার ঘােষণা করলাে ।
2.ভারত এবং আমেরিকার মধ্যে “Yudh Abhyas” – নামে মিলিটারী অনুশীলন রাজস্থানে অনুষ্ঠিত হবে ।
3.সম্প্রতি রাশিয়ার তৈরী করােনা ভ্যাকসিন ‘Sputnik V’-মেক্সিকো অনুমােদন করলাে ।
4. দিল্লি সরকার “মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা” স্কলারশীপ স্কিমের অনুমােদন করলাে ।
5. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক “ASEAN India Hackathon 2021” লঞ্চ করলাে ।
6.প্রখ্যাত লেখিকা ঝুম্পা লাহিড়ি “Whereabouts”-শিরােনামে নােভেল লিখলেন ।
7.জম্মুকাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রায় ১৮ মাস পরে ইন্টারনেট সংযােগ পেল ।
৪.সম্প্রতি দিল্লি সরকার বৈদ্যুতিক যানবাহনের জন্য 500টি চার্জিং পয়েন্ট স্থাপনের ঘােষণা করলাে ।
9.Reliance কোম্পানী আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে বিশ্বের প্রথম “Carbon Neutral oil” পেলো ।
10.Nuclear Weapons Control Treaty-এর সময়সীমা বর্ধিত করলাে আমেরিকা ও রাশিয়া 2026 সাল পর্যন্ত।