31 JANUARY 2021 CURRENT AFFAIRS IN BENGALI

 31 JANUARY CURRENT AFFAIRS IN BENGALI-:

31 January current affairs in Bengali

31 JANUARY

1.International Cricket Council (ICC) “Player of The Month” অ্যাওয়ার্ড উপস্থাপন করতে চলেছে ।

2.নন্দিতা হাজারিকা সুপ্রিমকোর্টের টেকনিক্যাল কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হলেন ।

3.শুভদর্শিনী ত্রিপাঠী কাজাখস্তানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ।

4.নিজস্ব ব্র্যান্ডের পানীয় জলের বােতল সরবরাহের জন্য তেলেঙ্গানা ‘মিশন ভগীরথ’ লঞ্চ করলাে ।


5.প্রাসঙ্গিকতাহীন ও ক্ষতিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে Advertising Standards Council of India “#ChupNaBaitho” ডিজিটাল ক্যাম্পেইন লঞ্চ করলো।

6.Asia-Pacific Personalised Health Index’-এ ভারতের স্থান ১০,সিঙ্গাপুর প্রথমস্থানে আছে ,তাইওয়ান দ্বিতীয় স্থানে ।

7.Airtel কোম্পানি হায়দ্রাবাদে 5G পরিষেবার ঘােষণা করলাে ।

8.ভারত বিশ্ব ব্যাঙ্কের সাথে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করলাে দেশের ৬টি রাজ্যের বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য।

9.India Justice Report (IJR) 2020-তে মহারাষ্ট্র প্রথমস্থানে আছে ; তামিলনাড়ু দ্বিতীয় স্থানে এবং তেলেঙ্গা তৃতীয় স্থানে।

10.অলিম্পিক জয়ী কানাডিয়ান দৌড়বিদ Gyfan Andre De Grasse ‘Race With Me!’ শিরােনামে বই লিখলেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top