1 FEBRUARY CURRENT AFFAIRS-:
1 FEBRUARY
1.প্রথম ইউরােপীয়ান ইউনিয়ন রাষ্ট্র হিসাবে চীনের তৈরি করােনা ভ্যাকসিন হাঙ্গেরী অনুমােদন করলাে ।
2.Toyota বিশ্বের সবথেকে বেশি বিক্রীত মােটরগাড়ি প্রস্তুতকারক কোম্পানির তকমা পেলাে ।
3.দ্রুত ১ মিলিয়ন করােনা টিকাকরণ সম্পন্নকারী ভারত হল প্রথম দেশ ।
4.BCCI-এর সেক্রেটারী জয় শাহ Asian Cricket Council-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন ।
5.ভারতে বেস্ট e-Sports টিম তৈরি করতে Asus কোম্পানী ROG Academy লঞ্চ করলাে ।
6.লক্ষৌ মেট্রো ট্রেন কোচ গুলিকে স্যানিটাইজ করতে ব্যবহার করছে অতিবেগুনি রশ্মি ।
7.আর.এস. শর্মা আয়ুষ্মান ভারত স্কিমের নতুন CE0 হিসাবে নিযুক্ত হলেন ।
8.রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২০২১ সালের জন্য পালস পােলিও প্রােগ্রাম লঞ্চ করলেন ।
9.সম্প্রতি দিল্লিতে গারবেজ ক্যাফে খােলা হলাে ২৩টি ।
10.Corona Virus Performance Index- এ ভারতের স্থান ৮৬, নিউজিল্যান্ড প্রথমস্থানে ।