29 JANUARY CURRENT AFFAIRS IN BENGALI-:
![]() |
29 January current affairs in Bengali |
29 JANUARY
1.Bharti AXA General Insurance কৃষকদের জন্য ‘কৃষি সখা’ অ্যাপ লঞ্চ করলাে ।
2.দরিদ্র শিশুদের অনলাইন ক্লাস করতে সাহায্য করার জন্য Xiaomi India ‘শিক্ষা হার সাথ’ ইনিশিয়েটিভ লঞ্চ করলাে ।
3.Hindustan Unilever Ltd-এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে রীতেশ তিয়ারী নিযুক্ত হলেন ।
4.লেফটেন্যান্ড জেনারেল চন্ডি প্রসাদ মােহান্তি আর্মি স্টাফের নতুন ভাইস-চিফ হিসাবে নিযুক্ত হচ্ছেন ।
5.সম্প্রতি কেরালায় “জেন্ডার পার্ক ” স্থাপিত হচ্ছে কোঝিকোড় শহরে।
6.এস্তোনিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে Kaja Kallas নির্বাচিত হলেন ।
7.নির্বাচন কমিশন ‘e-EPIC’-নামে ডিজিটাল ভােটার আইডি কার্ড চালু করলাে ।
8.বিশ্বে ‘Most Valued IT Services Brand’ তালিকায় ভারতের Tata Consultancy Services (TCS)-এর তৃতীয় স্থান এবং আয়ারল্যান্ডের Accenture প্রথমস্থানে আছে ।
9.ভারত ও বাংলাদেশ এই দুই দেশের পড়ুয়াদের দ্বারা স্যাটেলাইট ডিজাইন, তৈরী ও লঞ্চ করার জন্য MoU স্বাক্ষর করলাে ।
10.সম্প্রতি নেদারল্যান্ড climate Adaptation Summit 2021 হােস্ট করলাে ।