22 January 2021 current affairs in Bengali

 22 JANUARY CURRENT AFFAIRS IN BENGALI-:

22 January current affairs in Bengali

22 JANUARY

1.জো বাইডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন ।

2.কর্ণাটকের মুখ্যমন্ত্রী B.S. Yediyurappa ‘Avolokana’-নামে সফটওয়্যার লঞ্চ করলেন ।

3.India Innovation Index 2020-তে কর্নাটক শীর্ষস্থানে আছে , মহারাষ্ট্র দ্বিতীয়স্থানে এবং তামিলনাড়ু তৃতীয়স্থানে ।

4.সাবমেরিন উদ্ধার সংক্রান্ত ক্ষেত্রে সিঙ্গাপুর ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলাে ।

5.সম্প্রতি GI ট্যাগ পেল জম্মু-কাশ্মীরের গুচি মাশরুম ।

6.সিদ্ধার্থ মােহান্তি Life Insurance Corporation (LIC)-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন ।

7: Telecommunications Consultants India Limited (TCIL)- এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সঞ্জীব কুমার নিযুক্ত হলেন ।

8.টাকা বদলকারীদের জন্য ICICI Bank ‘InstaFX’ মােবাইল অ্যাপ লঞ্চ করলাে ।

9.গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ড্রাগন ফলের নাম পরিবর্তন করে কমলম বা পদ্ম ফল রাখলাে ।

10.Radio Hills-Youngistan Ka Dil’-নামে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর প্রথম অনলাইন ইউথ রেডিও স্টেশন লঞ্চ করলেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top